Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বই মেলার পর্দা নামছে আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৯, ১১:৩১ এএম

দুই দিন বাড়ানোর পর অমর একুশে গ্রন্থমেলার পর্দা নামছে আজ। যদিও নিয়মানুযায়ী ২৮ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত চলার কথা মেলা। কিন্তু লেখক-প্রকাশকদের দাবির প্রেক্ষিতে মেলার সময় দুই দিন বাড়ানো হয়। বাংলা একাডেমী সূত্রে জানা গেছে, আজ রাত ৯টা পর্যন্ত চলবে বাঙালির প্রাণের মেলা।

প্রসঙ্গত, মেলার গত কয়েকদিন ভারি বৃষ্টি ও বৈরি আবহাওয়ায় প্রকাশকরা লোকসানের মুখে পড়েন বলে বাংলা একাডেমীকে জানান তারা। এ কারণে তারা মেলা বাড়ানোর দাবি জানান।

বাংলা একাডেমী জানিয়েছে, এ বছর মেলায় ৫২৩টি প্রকাশনী ও প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এ ছাড়া ১৮০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে।

এদিকে, মেলার সময় দুই দিন বাড়ানোর পর গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় পাঠক, ক্রেতা ও দর্শনার্থীদের ঢল নামে পাঠকদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বইমেলা ২০১৯

২৭ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ