মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আজাদ কাশ্মিরে ভূপাতিত ভারতীয় মিগ-২১ যুদ্ধবিমানের আটক বৈমানিক উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়ে ভারতের কাছে হস্তান্তর করেছে পাকিস্তান। দীর্ঘ ৬০ ঘণ্টা পাকিস্তানে থাকার পর ওয়াগা-আত্তারী সীমান্ত পথে গতকাল শুক্রবার রাত ৯টা ২১ মিনিটে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। অভিনন্দন পাকিস্তান ভূখন্ড থেকে ভারতে পা রাখার পর তাকে গ্রহণ করেন ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা। প্রটোকল অনুযায়ী ভারতে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং বিমান বাহিনীর সদর দফতরে নিয়ে যাওয়া হবে। ভারতের মাটিতে পা রেখে অভিনন্দন প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, দেশে ফিরতে পেরে ভাল লাগছে।
ভারতের কাছে তুলে দেয়ার আগে তার স্বাস্থ্য পরীক্ষা করেছে পাকিস্তান। এছাড়া কাগজপত্র তৈরি জনিত কারণে অভিনন্দনকে হস্তান্তরে সময় লেগে যায়। দু’দফা সময় পরিবর্তনের পর রাত ৯টা ২১ মিনিটে সীমান্ত খুলে ভারতের হাতে তুলে দেন পাকিস্তানি সামরিক কর্মকর্তারা। ভারতীয় বিমান বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা অভিনন্দনকে গ্রহণ করেন। পাকিস্তান থেকে মুক্তি পাওয়া অভিনন্দনকে স্বাগত জানাতে এয়ার ভাইস মার্শাল আর জি কে কপুরসহ সিনিয়র কর্মকর্তারা সীমান্তে উপস্থিত ছিলেন।
এদিকে, গতকাল সকালে অভিনন্দনকে প্রথমে ইসলামাবাদ থেকে লাহোরে সড়ক পথে নিয়ে আসা হয়। আর অভিনন্দনকে স্বাগত জানাতে এদিন ভোর থেকেই ওয়াগা-আত্তারী সীমান্তের ভারতীয় এলাকায় সমবেত হয়েছিলেন কয়েকশ’ মানুষ। অভিনন্দনের বাবা সাবেক এয়ার মার্শাল এস বর্তমান এবং মা শোভা বর্তমানও আগেই সীমান্তে পৌঁছে গিয়েছিলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত বৃহস্পতিবার ঘোষণা করেছিলেন, শুভেচ্ছার নিদর্শন হিসেবে অভিনন্দনকে মুক্তি দেয়া হবে। কখন তাকে ফিরিয়ে দেয়া হবে তা নিয়ে ভারতে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল। তবে অভিনন্দন ভারতের মাটিতে পা রাখার মধ্য দিয়ে সেসব জল্পনার অবসান ঘটে।
অভিনন্দন বর্তমান দেশে ফিরে এলেও তিনি তার বাড়িতে যেতে পারবেন না। নিয়মানুযায়ী তাকে নিজস্ব বাহিনীসহ রাষ্ট্রীয় গোয়েন্দাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হবে। একই সঙ্গে তাকে চিকিৎসক ও মনোবিদদের নানামুখী পরীক্ষায় পাস করতে হবে। মানসিক অবস্থায় পরিবর্তন আসলে আর বিমানের পাইলট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ নাও পেতে পারেন। সেক্ষেত্রে তাকে দাফতরিক কাজে ব্যবহার করা হতে পারে। শত্রুপক্ষের হাতে আটক হলে বিভিন্ন সময় সৈনিকদের শরীরে চিপ বসিয়ে দেয়া হয় গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য। পাকিস্তান বর্তমানের শরীরে তেমন কোনো চিপ বসিয়ে দিয়েছে কি না তা স্ক্যান করে দেখা হতে পারে বলে জানা গেছে।
ওদিকে, আটক থাকা অবস্থায় প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, অভিনন্দন বলছেন, ‘পাকিস্তানি সেনাবাহিনী আমার সঙ্গে ভালো আচরণ করেছে।’ ভারতে ফিরে গেলেও তার এ কথার পরিবর্তন হবে না বলে জানিয়েছিলেন তিনি। এসব স্বীকারোক্তি চাপ প্রয়োগ করে নেয়া হয়েছে নাকি স্বেচ্ছায় তিনি দিয়েছেন এবং তাকে সেখানে কী কী জিজ্ঞাসা করা হয়েছে ভারতীয় গোয়েন্দারা তা নিশ্চিত হবার চেষ্টা করবেন।
মঙ্গলবার পাকিস্তানের ভূখন্ডে হামলা চালাতে গেলে বিমান যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ বিমান বিধ্বস্ত হয়ে আটক হন অভিনন্দন। এ ঘটনার পর ব্রিটেনের রাষ্ট্রীয় অর্থে পরিচালিত প্রচার মাধ্যম বিবিসির খবরে বলা হয়, অভিনন্দন আটক হওয়ার সামাজিক মাধ্যমে ভারতীয়দের উল্লাস একেবারে থিতিয়ে যায়। সে সময় তারা অভিনন্দনকে মুক্তির আহ্বান জানাতে থাকেন।
আলোচনার জন্য পাকিস্তান বারবার প্রস্তাব দিলেও তাতে কোন সাড়া দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মোদিকে টেলিফোন করেও কথা বলতে ব্যর্থ হন। বৃহস্পতিবার ভারতের এয়ার ভাইস মার্শাল আরজি কে কাপুর বলেছেন, ‘একবার অভিনন্দন ভালোভাবে ফিরে আসুক, তারপর পাকিস্তান এবং ইমরান খানের বক্তব্যের জবাব দেব আমরা।’ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধকে উৎসাহ দেওয়ার প্রমাণ রয়েছে। পাকিস্তান জঙ্গি দমনে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার প্রমাণ সংবাদমাধ্যমে দেখানো হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের বৈমানিককে মুক্তি দেওয়ার কথা বলায় সব দল ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রশংসা পেয়েছেন। এছাড়া ভারতকে আলোচনার প্রস্তাব দেওয়ার কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান।
তবে ভারতীয় বিমানবাহিনীর সূত্রে ভারতের কয়েকটি গণমাধ্যমে বলা হচ্ছে, আন্তর্জাতিক চাপের কারণে পাইলট অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দিতে সম্মত হয়েছে পাকিস্তান। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, বৃহস্পতিবার ভারতের সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর যৌথ সংবাদ সম্মেলনে এয়ার ভাইস মার্শাল আরজি কে কাপুর দাবি করেছেন, ‘জেনেভা কনভেনশন অনুসারে অভিনন্দনকে ছাড়া হচ্ছে। নিয়ন্ত্রণরেখায় (লাইন অব কন্ট্রোল) পড়ে যাওয়ার পর পাকিস্তানের হেফাজতে থাকা ভারতের উইং কমান্ডার পাইলট অভিনন্দনকে ছেড়ে দেওয়ার ঘোষণায় আমরা খুশি। আমরা তাঁকে ফিরে পাব জেনে অত্যন্ত খুশি। আমরা এটাকে শুধু জেনেভা কনভেনশনের চুক্তি বাস্তবায়ন হিসেবেই দেখছি।’
তিনি বলেন, ‘আমরা যা করতে চেয়েছিলাম, তা করেছি। দেখানোর জন্য আমাদের কাছে প্রমাণও আছে। এসব দেখানোর সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্বের ওপর নির্ভরশীল।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, ‘বুধবারই আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে বলতে চেয়েছিলাম। আমরা শান্তি চাই। আমাদের কাছে একজন পাইলট আছেন। তাঁকে আমরা কাল মুক্তি দিয়ে দেব। তাকে বলতে চেয়েছিলাম আমরা (পাকিস্তান) কোনো ধরনের অস্থিরতা চাই না।’ তবে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান না নেওয়া পর্যন্ত কথা বলতে রাজি নন নরেন্দ্র মোদি।
এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান তীব্র উত্তেজনা প্রশমনে দু’দেশের মধ্যে আলোচনায় মধ্যস্থতার রুশ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেছেন, সমস্যা সমাধানের জন্য পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ভারত ও পাকিস্তান চাইলে তারা দুই দেশের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করবে।
ওদিকে পাকিস্তানের পক্ষে শান্তির বার্তা নিয়ে এগিয়ে আসা সত্তে¡ও জম্মু-কাশ্মীরে সংঘর্ষে অব্যাহত আছে। রাজ্যের হান্দওয়াড়ায় স্বাধীনতাকামীদের সঙ্গে লড়াইয়ে ২ সিআরপিএফ জওয়ান ও ২ পুলিশ প্রাণ হারিয়েছেন। সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক সাধারণ নাগরিকও। জখম আরো ৩ জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকেল থেকে পাকিস্তানের বিমানবন্দরগুলো বন্ধ থাকার পর শুক্রবার পুনরায় সেগুলো চালু হয়েছে। ৪৮ ঘণ্টা পাকিস্তানের আকাশে সব ধরনের বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ থাকার পর বিমানবন্দরগুলো চালু হয়েছে বলে সামা টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ফলে করাচি, পেশওয়ার, কোয়েটা এবং ইসলামাবাদ বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু হয়েছে।
বালাকোটে কত নিহত, প্রশ্ন মমতার
অভিনন্দন বর্তমানের মুক্তি নিয়ে গতকাল টুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং বালাকোট অভিযান নিয়ে অনেক প্রশ্ন তোলেন। ‘কতজন মারা গেছেন ওখানে? কারা মারা গেছেন? ঘটনা কী ছিল? আমরা কেউ জানি না তা নিয়ে ...দেশের মানুষ জানতে চায় কী হয়েছে’ গতকাল প্রশ্ন করেন মমতা। বালাকোটের ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে মমতা সংবাদ মাধ্যমের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘প্রথম দিন থেকেই টিভিতে শুনছি ৩০০ জন, ৩৫০ জন মারা গেছে। কিন্তু আসল ঘটনাতো জানতে পারিনি। কোথায় বোমা পড়েছিল? কী হয়েছিল?’
এদিন মমতা পুলওয়ামা-তে ৪৪ সেনা সদস্যের মৃত্যুর জন্য দায়ী করেন নরেন্দ্র মোদি সরকারকে। তিনি প্রশ্ন করেন, ‘জাওয়ানরা কেন মারা গেলেন? গোয়েন্দা সংস্থাগুলোর কাছে কী খবর ছিল না?’
গতকাল আরব আমীরাতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে আন্তর্জাতিক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ভারতের উপস্থিতির কারণে আবু ধাবিতে অনুষ্ঠিত এই ইসলামিক সম্মেলনে যোগ দেয়নি না পাকিস্তান। গতকাল শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জানিয়েছেন যে, ইসলামিক দেশগুলোর এই শীর্ষ সম্মেলনে তিনি যোগ দিচ্ছেন না। এবারই প্রথমবারের মতো এই সম্মেলনে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আবু ধাবিতে বিশ্বের ৫৭টি মুসলিম দেশের সংগঠন ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদে ভারতের তরফ থেকে প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ওআইসি দেশগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ ও স্থায়ী সদস্য পাকিস্তানের পক্ষে ভারতের এই উপস্থিতি স্বাভাবিকভাবেই অস্বস্তিকর। আর সে কারণেই এই বৈঠকে অংশ নেননি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে ভারত-পাকিস্তানের উত্তেজনায় ব্যবসার উপকরণ খুঁজছেন ভারতের চলচ্চিত্র প্রযোজকরা। যুদ্ধ বাঁধে বাঁধে অবস্থা। এ ঘটনাগুলোকে নিয়ে সিনেমা তৈরির জন্য আবেদন করতে শুরু করেছেন প্রযোজকরা। এর আগেও পাক-ভারত যুদ্ধ নিয়ে বলিউড এগিয়ে ছিল চলচ্চিত্র নির্মাণে। খোঁজ নিয়ে পাওয়া গেল এর আগে দুই দেশের যুদ্ধ নিয়ে বেশ কিছু সিনেমা নির্মিত হয়েছে ভারতে। যেখানে পাকিস্তানের সঙ্গে নানা যুদ্ধের গল্প উঠে এসেছে।
কারণ আর্মি, যুদ্ধ বা দেশপ্রেম ভারতীয় চলচ্চিত্রের বাজের এই সব বিষয়ের বিশেষ কদর রয়েছে। রোম্যান্টিক সিনেমার থেকেও এসব বিষয়ের গুরুত্ব মারাত্মক, যার প্রমাণ মিলেছে বহুবার। সাম্প্রতিক অতীতে উরি হামলা নিয়ে তৈরি সিনেমায় ভালো ব্যবসা করেছে। সেই সব পরিসংখ্যান থেকেই পুলওয়ামা হামলা, এয়ার স্ট্রাইক কিংবা পাইলট অভিনন্দন বর্তমানের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণে মন দিয়েছে চলচ্চিত্র নির্মাতারা। পুলওয়ামা, বালাকোট এবং অভিনন্দন এই সব নামের স্বত্ব পাওয়া নিয়ে রীতিমতো লড়াই করছেন প্রযোজকরা। এমনই খবর প্রকাশ করেছে মুম্বইয়ের বিভিন্ন চলচ্চিত্র পত্রিকাগুলো।
ভোটের আগে যুদ্ধ নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসুরেই এবার বিস্ফোরক দাবি করলেন অভিনেতা তথা রাজনীতিক পবন কল্যাণ। ‘দু’বছর আগে আমাকে বলা হয়েছিল, যুদ্ধ হবে। বুঝতেই পারছেন, দেশের কী অবস্থা।’ অন্ধ্রপ্রদেশের কাডাপ্পা জেলায় জনসভা থেকে এমনই বিস্ফোরক দাবি করেছেন জনসেনা পার্টির প্রধান।
সীমান্তে যুদ্ধের আবহের মধ্যে ভোটযুদ্ধে তৎপরতা কমায়নি বিজেপি। বিজেপি সভাপতি অমিত শাহ থেকে কর্নাটকের বিজেপি নেতা ইয়েদুরাপ্পা- সীমান্তে নিরন্তর গোলাগুলিকে হাতিয়ারের সুযোগ হাতছাড়া করেননি গেরুয়া শিবিরের নেতারা। সেনার শৌর্য নিয়ে রাজনীতির অভিযোগ উঠেছে খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও।
দেশাত্মবোধ নিয়ে রাজনীতির জন্য প্রাক্তন জোটসঙ্গী বিজেপি-কে একহাত নিয়েছেন পবন। তিনি বলেন, ‘জাতীয়তাবোধ বিজেপি-র সম্পত্তি নয়। ওদের থেকে দশগুণ বেশি দেশাত্মবোধ রয়েছে আমাদের মধ্যে।’
মোদী সরকারের আমলে সংখ্যালঘু পরিস্থিতি নিয়েও সরব হয়েছে পবন কল্যাণ, ‘ভারতে মুসলিমদেরও সমান অধিকার রয়েছে। পাকিস্তানে হিন্দুদের অবস্থা জানা নেই, তবে ভারত হৃদয়ে রয়েছেন মুসলিমরা। এই কারণেই দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন আব্দুল কালাম এবং ক্রিকেট অধিনায়ক হয়েছিলেন মুহাম্মদ আজহারউদ্দিন।’ সূত্র : ডন, টাইমস অব ইন্ডিয়া, এএফপি, জি নিউজ, এনডিটিভি ও বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।