Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সঙ্ঘাতে কার পক্ষে?

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

পাকিস্তান-ভারত সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই উত্তেজনায় দুই দেশের সেলিব্রেটিরাও জড়িয়ে পড়েছেন কথার লড়াইয়ে। ভারতের কয়েকজন ক্রিকেটার এবং শিল্পী তো রীতিমতো যুদ্ধ ঘোষণাই করে দিয়েছেন। কম যাচ্ছেন না পাকিস্তানের সেলিব্রেটিরাও। বীরেন্দর শেহওয়াগ, গৌতম গম্ভীর, কঙ্গনা থেকে শুরু করে ভারতের বহু তারকা ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় হামলার জন্য পাকিস্তানকে দোষ দিচ্ছেন। তবে পাকিস্তানের ক্রিকেটার ওয়াসিম আকরাম ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, পাকিস্তান তোমাদের শত্রু নয়। তিনি দুই দেশের প্রতিবেশী দেশের মধ্যে আর রক্তপাত চান বলে মত দিয়েছেন। একই মত পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খানের। তার মতে, যুদ্ধ কামনার মতো নির্লজ্জতা আর কি হতে পারে? তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি পাকিস্তান সেনাদের ভ‚য়সী প্রশংসা করেছেন।
এমতাবস্থায় ভারতের টেনিস তারকা ও পাকিস্তানের বধূ সানিয়া মির্জার প্রতিক্রিয়া কী? তিনি কি দেশের পক্ষে অবস্থান নেবেন? নাকি শ্বশুরবাড়ি পক্ষে থাকবেন তা নিয়ে তার ভক্তদের মধ্যে আগ্রহের কমতি নেই। শোয়েব মালিকের স্ত্রী সানিয়া পাক-ভারত যুদ্ধাবস্থা নিয়ে এতদিন মুখ না খুললেও এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি ভারত সেনাদের পক্ষে থাকলেও শান্তির কথা বলেছেন। সানিয়ার ভাষ্য- ‘আমি শান্তির জন্য প্রার্থনা করি যেন হিংসা না বাড়ে।’ ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় হামলার দিনটিকে তিনি ‘ভারতের কালো দিন’ বলে আখ্যা দিয়েছেন।
এই দিনে ভারতীয় জঙ্গি হামলায় ভারতের আধাসামরিক বাহিনীর ৪৪ সেনা নিহত হন। নিহতদের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়ে সানিয়া টুইটারে লিখেছেন- ‘আমি সিআরপিএফ সৈন্য ও তাদের পরিবারের পাশে আছি। তারা আমাদের সত্যিকারের হিরো, যারা আমাদের দেশ বাঁচিয়ে রাখে। ১৪ ফেব্রুয়ারি ভারতের জন্য কালো দিন এবং আশা করব, এ রকম দিন আর আসবে না। কোনো সমবেদনাই এর জন্য যথেষ্ট নয়।’ পুলওয়ামায় হামলার দিনটি ভোলা যাবে না উল্লেখ করে সানিয়া মির্জা বলেন, ‘এই দিন কখনও ভোলার নয়, ক্ষমা করারও নয়। তবে শান্তির জন্য প্রার্থনা করি যেন হিংসা না বাড়ে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ