Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প মিথ্যাবাদী বর্ণবিদ্বেষী প্রতারক : কোহেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহচর ও ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন বুধবার কংগ্রেসের এক উন্মুক্ত শুনানিতে বলেছেন, ১০ বছরের বেশি সময় ধরে তিনি ট্রাম্পকে সমর্থন করে গেছেন। তাঁর জন্য একের পর এক তাকে অন্যায় করতে হয়েছে। এ জন্য তিনি অনুতপ্ত। ট্রাম্পকে রক্ষার জন্য কংগ্রেসের সামনে কোহেনকে মিথ্যা বলতে হয়েছে, এ জন্য তার তিন বছরের সাজা হয়েছে। কোহেন বলেন, ‘আমি লজ্জিত। কারণ আমি জানি, ট্রাম্প কেমন মানুষ। তিনি একজন বর্ণবিদ্বেষী, প্রতারক ও ঠগবাজ।’ ট্রাম্পকে মিথ্যাবাদী হিসেবেও চিহ্নিত করেন কোহেন। কোহেন আশা করেন, যে ভুল তিনি করেছেন, ট্রাম্পের সমর্থকেরা সেই একই ভুল করবেন না। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের তত্ত্বাবধান (ওভার সাইট) কমিটির সামনে দিনব্যাপী নাটকীয় শুনানিতে কোহেন ট্রাম্পের নির্দেশে যেসব বেআইনি ও অসংগত কাজ করেছেন, তার বিবরণ দেন। তিনি নিশ্চিত করেন, পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধে যে ১ লাখ ৩০ হাজার ডলার তিনি প্রদান করেছিলেন, তা করা হয়েছিল ট্রাম্পের সরাসরি নির্দেশে। ট্রাম্প তাকে ব্যক্তিগত চেকের মাধ্যমে পর্যায়ক্রমে সে অর্থ পরিশোধ করেন। প্রমাণ হিসেবে কোহেন কমিটির সামনে ৩৫ হাজার ডলারের একটি চেকের কপি উপস্থিত করেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প তাকে এই চেক প্রদান করেন। কোহেন এ কথাও নিশ্চিত করেন, ট্রাম্প জানতেন যে ২০১৬ সালের নির্বাচনের আগে উইকিলিকস হিলারি ক্লিনটন ও ডেমোক্রেটিক পার্টির ই-মেইল উন্মুক্ত করে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করবে। তার দীর্ঘদিনের বন্ধু রজার স্টোন নিজে টেলিফোনে ট্রাম্পকে সে কথা জানান। নির্বাচনের আগে ট্রাম্প টাওয়ারে একজন রুশ আইনজীবীর সঙ্গে ট্রাম্প জুনিয়র ও ট্রাম্প ক্যাম্পেইনের একাধিক সদস্য যে গোপন বৈঠক করেন, সে কথাও তিনি (ট্রাম্প) জানতেন। কোহেনের উপস্থিতিতে ট্রাম্প জুনিয়র তার বাবাকে সে বৈঠকের কথা জানান। কোহেন জানান, ট্রাম্প যতটা ধনী নন, তার চেয়ে বেশি ধনসম্পত্তি দেখাতে ভালোবাসেন। কিন্তু আয়কর প্রদানের সময় নিজের সম্পদ কম করে দেখাতেন। এ কথার প্রমাণ হিসেবে কোহেন úর নির্দেশে তাঁর একটি পোর্ট্রেট বিক্রির ব্যবস্থা তিনি করেন। ট্রাম্প চেয়েছিলেন, মোটা দামে চিত্রটি বিক্রি হয়- কমিটির সামনে একাধিক নথি উপস্থিত করেন। ট্রাম্প কতটা প্রতারক তার প্রমাণ হিসেবে কোহেন জানান ৬০ হাজার ডলারে এক জাল ক্রেতা চিত্রটি কিনে নেন। পরে তাঁকে সেই অর্থ ট্রাম্পের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ফেরত দেওয়া হয়। এক প্রশ্নের জবাবে কোহেন জানান, নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে ট্রাম্পের সম্ভাব্য অপরাধকর্ম নিয়ে একাধিক অনুসন্ধান চলছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলতে তিনি অপারগতা প্রকাশ করেন। অধিকাংশ পর্যবেক্ষক একমত, এই শুনানি ট্রাম্পের ব্যক্তিগত সুনামের জন্য ক্ষতিকর হলেও কোহেন এমন কোনো কথা জানাননি, যা বড় রকমের অপরাধের প্রমাণ বলা যায়। রয়টার্স. সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ