মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ম্যানচেস্টারের ওল্ডট্রাফোর্ডে সন্দেহজনক যে বস্তুটির কারণে বোমাতঙ্ক তৈরি হয়েছিল এবং ম্যাচ পরিত্যক্ত হয়েছিল সেই বস্তুটি একটি সাধারণ ‘ট্রেনিং ডিভাইস’ ছিল বলে জানিয়েছে পুলিশ। গত রোববার ম্যানচেস্টার ইউনাইটেড ও বোর্নমউথের ম্যাচের নির্ধারিত সময়ের আগে স্টেডিয়ামে একটি সন্দেহজনক প্যাকেট পাওয়া যাবার পর খেলাটি স্থগিত করে দেয়া হয়। পরে সামরিক বোমা বিশেষজ্ঞরা এসে ওই সন্দেহজনক প্যাকেটটিতে একটি ‘নিয়ন্ত্রিত বিস্ফোরণ’ ঘটান। পুলিশ বলছে, গত বুধবার একটি অনুশীলন শেষ হবার পর এই ট্রেনিং ডিভাইসটি ভুলক্রমে একটি প্রাইভেট কোম্পানি এখানেই রেখে যায়। আর ওই জিনিসকে ঘিরেই রোববার ওল্ড ট্রাফোর্ডে তৈরি হয় আতঙ্ক। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র এবং পুলিশ ও ক্রাইম কমিশনার টনি লয়েড বলেন, এই পরিস্থিতি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনাটি কিভাবে ও কেন ঘটলো এবং কারা এর জন্য দায়ী এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করার কথা বলেছেন লয়েড। লয়েড বলেছে, একটা ভুলের কারণে যে সমর্থকেরা ম্যান ইউ ও বউরমউথের ম্যাচটি দেখতে দূর-দূরান্ত থেকে এসেছিলেন তাদের হয়রানির মধ্যে পড়তে হয়েছে, বিপুল সংখ্যক পুলিশের সময় নষ্ট হয়েছে, পাশাপাশি বোম স্কোয়াডও ব্যবহৃত হয়েছে অযথাই। শুধুশুধু প্রায় দশ হাজার দর্শকদের বিপদের মধ্যে ফেলা হয়েছে। উল্লেখ্য, গত রোববার খেলা শুরু হবার কয়েক মিনিট আগেই সন্দেহজনক প্যাকেটটি পাওয়া যায়, এবং হাজার হাজার দর্শককে মাঠ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।