মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অচেতন না করে জবাই হওয়া প্রাণীর মাংসে ‘অর্গানিক’ ট্যাগ লাগানো যাবে না বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ-র শীর্ষ আদালত৷ ফলে হালাল মাংসকে আর ‘অর্গানিক’ বলা যাবে না৷ ‘ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস’ বা ইসিজে মঙ্গলবার এক রায়ে জানিয়েছে, ধর্মীয় রীতি অনুযায়ী জবাই হওয়া প্রাণীর মাংসে অর্গানিক ট্যাগ লাগানো যাবে না৷
ইসিজে বলছে, ইইউর অর্গানিক মানদণ্ডে প্রাণীর কল্যাণের বিষয়টি অনেক গুরুত্ব পায়৷ কিন্তু ধর্মীয় রীতিতে জবাই করলে সেই মানদণ্ড বজায় থাকে না৷ ধর্মীয় রীতিতে সাধারণত কোনো প্রাণীকে অচেতন না করে এক ঝটকায় জবাই করা হয়৷ ফলে কিছুক্ষণের মধ্যে প্রাণীটি অচেতন হয়ে পড়ে৷ ধর্মচর্চার স্বাধীনতা আইনে এটি সিদ্ধ হলেও অ্যানেস্থেসিয়ার ব্যবস্থা না থাকায় প্রাণী অনেক বেশি কষ্ট পায়, যা অর্গানিক মানদণ্ডের সঙ্গে যায় না, বলে মনে করছে আদালত৷
উল্লেখ্য, ফ্রান্সের সংস্থা ওএবি দীর্ঘদিন ধরে বিভিন্ন কসাইখানায় প্রাণীদের কল্যাণ ও অধিকার নিয়ে গবেষণা চালাচ্ছে৷ ইউরোপের বাজারে যে সব মাংসদ্রব্য হালাল নামে বিক্রি হয়, তাদের গায়ে ‘অর্গানিক’ তকমা লাগানোর বিরোধিতায় নেমেছিল তারা৷ তাদের আন্দোলনেরই ফসল এই রায়৷
অস্ট্রেলিয়ার প্রধান প্রধান শহরগুলোতে মুসলিম পর্যটকদের জন্য সবধরনের সুব্যবস্থা রয়েছে৷ আছে হালাল খাবারের দোকান, পাশাপাশি রয়েছে নামাজ পড়ার স্থান৷ সিডনি, মেলবোর্ন বা গোল্ড কোস্ট সব শহরেই আছে এসব সুব্যবস্থা৷
ইসিজের রায়ের চরম বিরোধিতা করেছে ইউরোপের ইহুদি সংগঠন ‘সেন্ট্রাল কাউন্সিল অফ জিউস’৷ কাউন্সিলের প্রেসিডেন্ট ইওসেফ শুস্টার বলেন, ‘এই রায় ইহুদিবিরোধী৷ ইহুদিমতে পবিত্র মাংস, যাকে ‘কোশার’ বলা হয়, তাতেও প্রাণীকে অচেতন করার কোনো নিয়ম নেই৷ এতে করে ইউরোপে ইহুদি জীবনযাপন বিষয়ে মানুষের অজ্ঞতাই প্রমাণিত হচ্ছে৷’ তিনি আরো বলেন, ‘সৌভাগ্যবশত ইউরোপে বিশাল সংখ্যায় ইসলাম ধর্মাবলম্বী মানুষ রয়েছেন, যারা প্রাণীকে অজ্ঞান করা আর হালালের মধ্যে কোনো বিরোধ দেখেন না৷ তাদের কাছে জবাই হতে চলা প্রাণীর স্থিতি ও মুসলমান কসাইয়ের উপস্থিতিই গুরুত্বপূর্ণ৷’ তবে ইউরোপের একাধিক প্রাণীকল্যাণ বিষয়ক সংগঠন এই রায়কে স্বাগত জানিয়েছে৷ সূত্র: এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।