Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারের ইসলামাবাদে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল ৫ ভাড়া বাসা

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৯, ৭:১৪ পিএম

কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের বাঁশঘাটা এলাকায় আংকুর মিয়া নামের এক ব্যক্তির কলোনীতে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল ৫ ভাড়া বাসা। 

০১ মার্চ জুমাবার বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে। তবে ঘটনায় হতাহতের সংবাদ পাওয়া যায়নি। রেল লাইন প্রকল্পে নিয়োজিত পানিবাহী ট্রাক গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তার আগে ঐ কলোনীর ৫ ভাড়াটিয়ার বাসা পুড়ে গেছে।
প্রাথমিক ভাবে ৮/১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থদের কান্নায় আকাশ বাতাশ ভারি হয়ে ওঠেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার আগে উক্ত কলোনীর জনৈক ভাড়াটিয়ার বাসার গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে পড়লে ঐ কলোনীর আরো ৫ ভাড়া বাসা ভস্মীভূত হয়ে যায়।
এলাকাবাসী ও রেল লাইন প্রকল্পের কাজে নিয়োজিত পানির ট্রাক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ওয়ার্ড মেম্বার দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্যাস সিলিন্ডার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ