Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবিতে জাতীয় নারী বিতর্ক প্রতিযোগিতা শুরু

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৯, ৬:৪৩ পিএম | আপডেট : ৭:১৮ পিএম, ১ মার্চ, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী জাতীয় নারী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতর্ক বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (এসইউডিএস) ২য় বারের মতো এই প্রতিযোগিতার আয়োজনে রয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, সহকারী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম, রুয়েট ডিবেটিং সোসাইটি এর মডারেটর হারুন উর রশিদ, সংগঠনটির সভাপতি তোফায়েল আহমেদ ও সাধারণ সম্পাদক রাঈতাহ্ বিনতে আহসান প্রমুখ। পরে অংশগ্রহণকারীদের নিয়ে ক্যাম্পাসে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতার আয়োজক কমিটি জানান, দুইদিনব্যাপী এই প্রতিযোগিতায় ঢাবি, জাবি, রাবি ও চবিসহ দেশের ১২ টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৬ টি টিম অংশ নিচ্ছে। ট্যাব পদ্ধতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে বিতর্কের সুযোগ পাবে। প্রতিযোগীতার শেষদিন (শনিবার) বিকেল পাঁচটায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ