Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার জামাত-এ-ইসলামিকে নিষিদ্ধ করল ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৯, ৩:৪৩ পিএম

ভারতের অভ্যন্তরীণ সুরক্ষার স্বার্থে জম্মু কাশ্মীরের সন্ত্রাসী সংগঠন জামাত-এ-ইসলামিকে নিষিদ্ধ ঘোষণা করল দেশটির সরকার। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে ভারত সরকারের দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ১৯৬৭ সালের ভারতীয় আইনের ৩নং ধারা অনুযায়ী সশস্ত্র এই সন্ত্রাসী গোষ্ঠীকে দেশটিতে পুরোপুরি নিষিদ্ধ বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। খবর এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদী কার্যকলাপের নেপথ্যে মদতকারী জঙ্গি গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম স্থানে রয়েছে এই জামাত-এ-ইসলামি। অঞ্চলটিতে দীর্ঘকাল ধরেই যাবতীয় নাশকতামূলক কাজকর্মে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে এই জামাতের বিরুদ্ধে। একইসঙ্গে সংগঠনটির নানাবিধ বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপেও জড়িত থাকার প্রমাণও পেয়েছে ভারতীয় সামরিক বাহিনী।

কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়, অবিলম্বে এর যাবতীয় এ কার্যকলাপ বন্ধ না করতে পারলে এই গোষ্ঠী দেশের সার্বভৌমত্বকেও আঘাত করতে পারে। দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে বজায় রাখতেই মূলত এমন সিদ্ধান্ত নিয়েছে দেশের কেন্দ্রীয় সরকার। দেশে হিংসামূলক কাজ রুখতে কড়া পদক্ষেপের পথেই হাঁটছে সরকার।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের এক আধাসামরিক বাহিনীর গাড়ি বহরে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদের করা হামলায় অন্তত ৪৪ সেনা নিহত হন। হামলার সময় গাড়িটিতে ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কমপক্ষে ৫৪ জন সদস্য ছিলেন। নির্মম এ ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনীকে যেকোনো পদক্ষেপ গ্রহণের স্বাধীনতা দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত এর পরই গোটা ভারত এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একত্রিত হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামাত-এ-ইসলাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ