Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়াল ধর্ষণকারী দিল্লির পুতুল বিক্রেতা

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের দিল্লি মহানগীরর পাড়ায় পাড়ায় জনি ঘোষ নামে এক পুতুল বিক্রেতা শেষ পর্যন্ত ধরা পড়লো সিরিয়াল ধর্ষণকারী হিসেবে। পাড়ার বাচ্চাগুলোর কাছে সে ‘মামা’ নামেই পরিচিত ছিল। সারাদিন ফেরি করে বাড়ি ফেরার পথে সব ছোট ছোট ছেলেমেয়েকে লজেন্স-বিস্কুট দিত। কিন্তু সেই ‘মামা’ই যে এক জন সিরিয়াল রেপিস্ট ঘুণাক্ষরেও টের পায়নি বাসিন্দারা। ২১ বছরের জনি ঘোষ, খেলনা বিক্রেতা। দিল্লির চাণক্যপুরীর এক বস্তিতে একচিলতে ঘরে একাই থাকত সে। এক দিন সেই ‘মামা’র আসল রূপ ধরা পড়ল। তাও এক নাবালিকার সাহসিকতায়। সে-ও জনির লালসার শিকার হয়েছিল। নিজের কাকিমাকে সাহস করে জানিয়েছিল মেয়েটি। দু’মাস ধরে তাকে ধর্ষণ করেছে সকলের পাড়াতো ‘মামা’। পুলিশকে অভিযোগ জানায় মেয়েটির পরিবার। জনিকে গ্রেফতারও করা হয়। প্রথমে স্বীকার করতে না চাইলেও পরে জনি পুলিশকে জনান একজন নয়, বস্তির অনেক বাচ্চা মেয়েকেই সে তার লালসার শিকার বানিয়েছে। বিশেষ করে ৭ থেকে ১২ বছরের মেয়েদের। বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে ৯ বছরের মেয়েটির ঘটনাকে কেন্দ্র করে। তারা দুই বোন। মা-বাবা কাজে বেরিয়ে যাওয়ার পর দুই বোনে জনির বাড়িতে যেত। সেখানেই তাকে জনি ধর্ষণ করত বলে জানিয়েছে মেয়েটি। তাকে হুমকিও দিয়েছিল। এই ঘটনা পাড়ারই একটি মেয়ে দেখে ফেলে। নির্যাতিতা মেয়েটিকে সত্যি ঘটনা বলার জন্য জোরাজোরি করে। না বললে বাড়িতে জানিয়ে দেবে বলেও ভয় দেখায় ওই মেয়েটি। তখন নির্যাতিতা মেয়েটি ভয় পেয়ে কাঁদতে কাঁদতে কাকিমার কাছে পুরো বিষয়টি খুলে বলে। জনি অস্বীকার করে অভিযোগ। এ নিয়ে দু’পক্ষের মারপিটও হয়। এই বিষয়টি যখন প্রকাশ্যে আসে, তখন বস্তির অন্য পরিবারগুলো থেকেও জনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলে। পুলিশকে জনি জানিয়েছে, পরিচয়ের সুযোগকে কাজে লাগিয়ে সে বাচ্চাগুলোকে লজেন্স ও বিস্কুট এবং খেলনার লোভ দেখাত। তার পর তার ঘরে নিয়ে মাদক মেশানো খাবার খাইয়ে ধর্ষণ করত। এক নয়, বস্তির একাধিক বাচ্চা মেয়েকে সে তার লালসার শিকার বানিয়েছে এই ভাবেই। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়াল ধর্ষণকারী দিল্লির পুতুল বিক্রেতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ