Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

কমার্স কলেজে ইনডোর গেমস

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৯, ১২:১০ এএম

ঢাকা কমার্স কলেজে পাঁচটি ইভেন্টে অনুষ্ঠিত ইনডোর গেমস অংশ নেন প্রায় ছয় শতাধিক ছাত্র ছাত্রী। গতপরশু কলেজ প্রাঙ্গণে বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় সেরা ক্রীড়াবিদ পুরুষ বিভাগে জিসান আনসারী ও নারী বিভাগে লামিয়া রহমান নির্বাচিত হন। এছাড়া বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ফেরদৌস নাঈম। গত ২৫ থেকে ৩১ জুলাই এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্যারম, দাবা, ফেন্সিং ইত্যাদি ইভেন্টে কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. মো. হারুন-অর-রশিদ। কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ড. সফিক আহমেদ সিদ্দিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, কলেজের উপদেষ্টা (অ্যাকাডেমিক) মো. মোজাহার জামিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আহবায়ক এস এম আলী আজম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কমার্স কলেজে ইনডোর গেমস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ