মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা কিম জং-উনের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষ হলো কোন সমঝোতা বা চুক্তি সাক্ষর ছাড়াই। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে বেশ কয়েক মাস ধরে চলছিল ‘ডিনিউক্লিয়ারাইজেশন’ বা পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে আলোচনা। ২০১৮ সালের জুন মাসে সিঙ্গাপুর সম্মেলনের পর বুধবার ভিয়েতনামে আবার দুইদিন ব্যাপী বৈঠকে বসেছিলেন তারা। কিন্তু প্রত্যাশার বিপরীতে আপাতত ব্যর্থ হলো উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণের পরিকল্পনা। খবর বিবিসি, রয়টার্স।
এর আগে, দুই দেশের পক্ষ থেকেই জানানো হয় যে তারা ইতিবাচক ফল আশা করছেন। হ্যানয়ে দুই দিনব্যাপী বৈঠকের শেষে ট্রাম্প ও কিমের একটি যৌথ বিবৃতি দেয়ারও কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প একাই সংবাদমাধ্যমের মুখোমুখি হন, কারণ বৈঠকের ফল আশানুরূপ হয়নি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিম জং-উন উত্তর কোরিয়ার পক্ষে যে সমস্ত দাবি রাখেন, সব মানা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব হয়নি। সব রকম নিষেধাজ্ঞা তুলে দেয়ার যে দাবি কিম করেন, তা মানতে নারাজ ছিলেন ট্রাম্প।
এদিকে, উত্তর কোরিয়ার বেশ কিছু স্থান থেকে পরমাণু অস্ত্র সরিয়ে নেয়ার প্রস্তাব দিয়েছিল অ্যামেরিকা। কিম জং-উন এই প্রস্তাব মেনে নিলেও তাদের দাবিগুলি ট্রাম্প মেনে নেননি। ফলে, ব্যর্থ হয় এই আলোচনা। বৈঠকে পারমাণবিক শক্তি ছাড়াও আলোচনায় উঠে আসে উত্তর কোরিয়ার মাটিতে এক মার্কিন ছাত্রনিগ্রহের ঘটনা। আলোচনা হয় দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক নিয়েও। এই বৈঠক থেকে দুই কোরিয়ার মধ্যে উন্নত সম্পর্কের আশ্বাস বেরিয়ে আসবে, এমনটাই আশা করছিলেন অনেকে। কিন্তু পারমাণবিক নিরস্ত্রীকরণ বলতে উভয় পক্ষ ঠিক কী বুঝিয়েছেন তা নিয়ে অনিশ্চিয়তা রয়েই গেছে। ওয়াশিংটন আগে বলেছে যে, কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়াই উত্তর কোরিয়াকে তার সমস্ত পারমাণবিক অস্ত্র ধ্বংস করতে হবে, কিন্তু উত্তর কোরিয়া এতে রাজি হয়নি। এই বৈঠকে কোনো সমঝোতা না হওয়ায় শুধু এশিয়ায় রাজনৈতিক উদ্বেগই বাড়ছে না, আঞ্চলিক বাজারেও তার প্রতিফলন পড়ছে বলে জানায় একাধিক সংবাদসংস্থা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।