Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ কমবে বৃষ্টি বাড়বে তাপমাত্রা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৯, ১২:১০ এএম

পশ্চিমা লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে বজ্রমেঘের ফলে গতকাল বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো দেশের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ কোথাও কোথাও ভারীবৃষ্টি অব্যাহত থাকে। তবে আজ (শুক্রবার) থেকে বৃষ্টিপাতের মাত্রা অনেকাংশেই কমতে পারে। বাড়বে তাপমাত্রা। অনেক স্থানে শুষ্ক আবহাওয়া ও ভোরের দিকে ফের কুয়াশা পড়ার পূর্বাভাস দেয়া হয়েছে। বজ্রমেঘের ঘনঘটায় উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া বিরাজ করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখানো হচ্ছে।
গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড খুলনায় ৬৮ মিলিমিটার। এ সময় ঢাকায় ২২, ফরিদপুরে ১৮, মাদারীপুরে ৫৪, গোপালগঞ্জে ৩২, ময়মনসিংহে ৩, সীতাকুন্ডে ২, কুমিল্লায় ১১, চাঁদপুরে ৪৬, ফেনীতে ২০, সিলেটে ১৫, ঈশ্বরদীতে ২, রাজশাহীতে সামান্য, রংপুরে ১, দিনাজপুরে ২, তেঁতুলিয়ায় ৪, মংলায় ৫৮, সাতক্ষীরায় ৫৫, যশোরে ৮, চুয়াডাঙ্গায় ৭, বরিশালে ২৯, ভোলায় ১০ মিলিমিটারসহ দেশের বেশিরভাগ এলাকায় অস্থায়ী হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হয়েছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় ২৯.৫ এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃষ্টি

৫ অক্টোবর, ২০২২
১৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ