Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সপ্তম দিনের মতো সংঘর্ষ অব্যাহত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই হবে সবচেয়ে বড় যুদ্ধ : রশিদ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৯, ১২:১১ এএম

পাকিস্তান সীমান্তে প্রবেশ করে ভারতীয় বিমানবাহিনীর হামলার জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। এমনটি জানিয়েছেন দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ। আগামী ৭২ ঘণ্টা পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি। ফলে এই সময়ের মধ্যে কী ঘটবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এর আগে শেখ রশিদ ভারতকে হুমকি দিয়ে বলেছিলেন, ভারত যদি শত্রুর চোখে পাকিস্তানের দিকে তাকায় তাহলে ভারতের চোখ তুলে নেয়া হবে। এই পরিস্থিতিতে পাকিস্তানের ওই মন্ত্রী বলেন, আগামী ৭২ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি যুদ্ধ হয় তাহলে এটাই হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধ। অপর এক খবরে বলা হয়, জম্মু ও কশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখার বরাবর ভারতীয় মিলিটারি পোস্টে গুলি চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার সকালে পাকিস্তানি সেনারা সেখানে মর্টার দিয়ে হামলা চালিয়েছে। ভারতের সূত্রে বলা হয়েছে, সকাল ৬ টার দিকে পাকিস্তানের সেনারা বিনা উস্কানিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল) বরাবর মর্টার ছুড়ে ও ছোট অস্ত্র দিয়ে হামলা করে। ভারতও এর পাল্টা জবাব দিয়েছে। এ নিয়ে টানা সপ্তম দিনের মতো ভারত-পাকিস্তান সংঘর্ষ অব্যাহত রয়েছে। জম্মু ও কাশ্মীরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কার্যত সীমান্ত নিয়ন্ত্রণ রেখার ৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী সব অধিবাসীকে বাড়ির ভেতরে অবস্থান করতে, অথবা নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে, ভারত-পাকিস্তান হামলা পাল্টা হামলার জেরে ইসলামাবাদ আকাশসীমা বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল। ইসলামাবাদের এ ঘোষণার পরপর নয়া দিল্লি থেকে ৪৭টি ফ্লাইট বিঘি্নত হয়। মুম্বাই থেকে ১৬টি ফ্লাইট সময় মতো ছেড়ে যেতে পারেনি। পাকিস্তানের ওপর দিয়ে যেতে পারছে না ভারতের কোনো বিমানও। ডন, রয়টার্স, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সপ্তম দিনের মতো সংঘর্ষ অব্যাহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ