Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দিল্লিগামী সমঝোতা এক্সপ্রেস বন্ধ

পাকিস্তানের আকাশপথ বন্ধ থাকায় বিশ্বজুড়ে ফ্লাইট বিড়ম্বনা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৯, ১২:১১ এএম

ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান উত্তেজনার মধ্যে এবার দুই দেশের মধ্যে চলাচলকারী সমঝোতা এক্সপ্রেসের পরিষেবা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। সাধারণভাবে লাহোর থেকে ভারতের পাঞ্জাব রাজ্যে আটারি এলাকা পর্যন্ত চলাচল করে এই দূরপাল্লার ট্রেন। নিয়ম অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ ট্রেনটি পাকিস্তান থেকে ছাড়ার কথা ছিল। তবে পাকিস্তান রেলওয়ের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার জানিয়েছেন, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটে, সেজন্য ট্রেনের পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত সমঝোতা এক্সপ্রেসের পরিষেবা বন্ধ রাখা হবে। এর আগে বুধবার ভারতের তরফে জানানো হয়েছিল, উত্তেজনা থাকলেও এই ট্রেন ভারত থেকে নির্ধারিত সময়েই ছাড়বে। ভারতের নর্দার্ন রেলওয়ে জানিয়েছে, বুধবার রাত ১১টা ২০ মিনিটে দিল্লি থেকে আটারিগামী সমঝোতা এক্সপ্রেসে যাত্রা করেছেন ২৭ যাত্রী। তাদের মধ্যে তিনজন পাকিস্তানি ও ২৪ জন ভারতীয় নাগরিক। সিমলা চুক্তি মেনে ১৯৭৬ সালের ২২ জুলাই দুই দেশের মধ্যে চালু হয়েছিল এই ট্রেন পরিষেবা। এদিকে,ভারত-পাকিস্তান উত্তেজনায় সংশ্লিষ্ট বেসামরিক ফ্লাইট বাতিল হওয়ায় বিশ্বজুড়ে ফ্লাইট বিড়ম্বনা শুরু হয়েছে। হাজার হাজার ফ্লাইটের সময় বিভ্রাট চলছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা বন্ধ ছিলো। দেশটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট বন্ধ থাকবে। সিএনএন জানায়, এতে করে হাজার হাজার মানুষ বিড়ম্বনায় পড়েছেন। শুধু পাকিস্তানে যাওয়া-আসা করা যাত্রীরাই নয়, দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হওয়ায় আরও অনেক দেশের যাত্রীরাই এখন দুর্ভোগে। থাই এয়ারওয়েজ জানায়, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় ২৭-২৮ ফেব্রুয়ারির সকল ইউরোপগামী ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছেন তারা। সিএনএন, টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিল্লিগামী সমঝোতা এক্সপ্রেস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ