Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হলেন কিম

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৯, ১২:১১ এএম

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন প্রথমবারের মতো মুখোমুখি হয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমের। বৃহস্পতিবার ভিয়েতনামের হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কিম। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের ভাণ্ডারের বিষয়টি সামনে রেখে এটি ট্রাম্প ও কিমের দ্বিতীয় বৈঠক। এরআগে তারা সিঙ্গাপুরে বসেছিলেন। কিমকে প্রথমবারের মতো সামনে পেয়ে প্রথমেই এক সাংবাদিক পিয়ংইয়ংয়ে মার্কিন কূটনৈতিক অফিস খোলার ব্যাপারে জানতে চান। কিন্তু সরাসরি বিষয়টি এড়িয়ে যান তিনি। সেখান থেকে সাংবাদিকদের সরিয়ে দেয়ার প্রস্তাব দেন ট্রাম্পের কাছে। কিন্তু কিমের কাছে এ প্রশ্নটির উত্তর শোনার আগ্রহ প্রকাশ করে ট্রাম্প বলেন, এটা খুব ভলো প্রশ্ন ছিল। আমি এ প্রশ্নের উত্তর শুনতে চাই। পরে কিম বলেন, এটা আসলেই স্বাগত জানানোর মতো বিষয়। রয়টার্স, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণমাধ্যমের মুখোমুখি হলেন কিম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ