Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারত-পাকিস্তান উত্তেজনা শেষ হবে -ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:৩৭ পিএম

 

ভারত ও পাকিস্তানের মধ্যে চলতে থাকা উত্তেজনা কমবে। আসবে আরও কিছু ভাল খবর । ভিয়েতনামের হ্যানয়-এ একটি সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ট্রাম্পের মন্তব্য, ‘ভারত এবং পাকিস্তান এই উত্তেজনা বাড়িয়েই যাচ্ছিল আর আমরা ওদের থামাতে নানা ভাবে চেষ্টা চালাচ্ছিলাম। মধ্যস্থতা করে কীভাবে ওদের থামানো যায় সেই চেষ্টাই করছিলাম আমরা।’
গত ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জইশ জঙ্গিদের আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৪৪ জন ভারতীয় জওয়ান মারা যাওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে শুরু হয় উত্তেজনা। মঙ্গলবার ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে ভারতের মিরাজ যুদ্ধবিমান বোমাবর্ষণ করায় চরমে ওঠে উত্তেজনা। সেই উত্তেজনায় রাশ টানতে দুই দেশকেই সংযত হওয়ার পরামর্শ দিচ্ছিল আন্তর্জাতিক দুনিয়া। আমেরিকা, চিন থেকে শুরু করে ইউরোপিয় ইউনিয়ন, সবারই বক্তব্য ছিল— যুদ্ধবিমান নয়, আলোচনার রাস্তায় বসে ঝামেলা মিটিয়ে নিক ভারত ও পাকিস্তান।
ভারতের আক্রমণের পাল্টা হিসেবে বুধবারই ভারতের আকাশে ঢুকে পড়েছিল পাক যুদ্ধবিমান এফ-১৬। এই মুহূর্তে পাক সেনার হাতে বন্দি ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন। তাকে দেশে ফেরাতে সব রকমের তৎপরতা চালাচ্ছে নয়াদিল্লি। পাকিস্তানকে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি চিঠি পৌঁছেছে জেনিভার মানবাধিকার পরিষদেও।
অন্য দিকে সুর নরম করার ইঙ্গিত দেখিয়েছিল পাকিস্তানও। বুধবারই ভারতের কাছে আলোচনার প্রস্তাব রেখেছিলেন ইমরান খান। একই সঙ্গে জানিয়েছিলেন, ভারত আলোচনায় অংশ নিলে সব রকমের সহযোগিতা করবে পাকিস্তান।
এর আগে দু’পক্ষকেই সংযত হওয়ার পরামর্শ দিচ্ছিল আমেরিকা। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, ‘ভারত ও পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। সামরিক অভিযান ছেড়ে অবিলম্বে ওদের সরাসরি আলোচনায় বসতে বলেছি।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ