Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে ভারতের হামলার ভাইরাল ভিডিওটি ভুয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:৩১ পিএম

পাকিস্তানের সম্ভাব্য জঙ্গি আস্তানায় ভারতীয় বিমানবাহিনীর হামলার একটি কথিত ভিডিও হেয়াটসঅ্যাপ, ফেসবুক এবং টুইটারে ভাইরাল হয়ে গেছে৷ ভিডিওটি আসলে একটি ভিডিও গেম থেকে তৈরি, ভারতীয় বিমান হামলার নয়৷ খবর ডয়েচ ভেলে।
ভারতীয় বিমানবাহিনীর মঙ্গলবার ভোররাতে পাকিস্তানের মাটিতে জঙ্গি গোষ্ঠী ‘জৈশ-ই-মোহাম্মদ’ এর আস্তানায় হামলার খবরগোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ সেই হামলা নিয়ে নানাধরনের মন্তব্য করেছেন৷ তবে নানামুখী মন্তব্যের সঙ্গে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যাতে দেখা যায় আকাশ থেকে একটি আস্তানায় একের পর এক মিসাইল ছোড়া হচ্ছে৷ একইসঙ্গে ভিডিওটিতে গুলি করতেও দেখা যায়৷ ভারতের ‘ইন্ডিয়া টুডে’ সংবাদপত্র অনুসন্ধান করে দেখেছে, ভাইরাল হওয়া ভিডিওটির সঙ্গে ভারতীয় বিমানবাহিনীর মঙ্গলবারের হামলার আসলে কোনো সম্পর্কই নেই৷ বরং ভিডিওটি ‘আর্মা ২’ নামের একটি ভিডিও গেম থেকে তৈরি করা হয়েছে৷ এটি কয়েকবছর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছিল৷ সুযোগ বুঝে কেউ একজন ভিডিওটিকে মঙ্গলবারের হামলার ভিডিও বলে সামাজিক মাধ্যমে প্রকাশ করলে সেটি দ্রুতই ভাইরাল হয়ে যায়৷

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ