Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

শাবিতে ‘ন্যাশনাল স্কিলস ফেস্ট’ আগামী ৯ মার্চ

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:১৪ পিএম

শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ন্যাশনাল স্কিলস ফেস্ট-২০১৯’ আগামী ৯ মার্চ থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘গ্রাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক- জিডিএন সাস্ট’ এই স্কিল ফেস্টের আয়োজনে রয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জিডিএন সাস্ট’র নেতৃবৃন্দ।

সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান লিখিত বক্তব্য পাঠকালে বলেন, এই স্কিল ফেস্ট তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। ক্যাটাগরি তিনটি হলো প্রো-প্রেজেন্টার, অনলাইন স্পিচ প্রতিযোগীতা ও এপটিটিউড টেস্ট। প্রো-প্রেজেন্টারদের ২ মার্চের আগে নির্দিষ্ট একটি টপিকের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও অনলাইন স্পিচ প্রতিযোগীতাতে ভিডিও বার্তা প্রেরণ করতে হবে। সবগুলো প্রতিযোগীতার বিজয়ীদেরকে প্রায় ৩০০০০ টাকার প্রাইজমানি দেয়া হবে।

তিনি আরো বলেন, ওইদিন বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটেরিয়ামে স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। এই ওয়ার্কশপে মেন্টর হিসেবে ইস্ট ওয়েস্ট ইন্ড্রাস্টিয়াল পার্কের সিইও শিব্বির আহমেদ ও ক্যাপস্টোন এডুকেশনের পক্ষ থেকে নির্বাহীরা উপস্থিত থাকবেন।

এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জিডিএন সাস্টের সভাপতি মো. সাইদুল ইসলাম, সহ-সভাপতি রেহেনা বেগম ও সাবেক সাধারণ সম্পাদক অরুপ রতন পালসহ অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ