মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
থাইল্যান্ডের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলে দুই পুলিশ সদস্যকে অপহরণের পর হত্যা করা হয়েছে। একটি চায়ের দোকান থেকে তাদের অপহরণ করা হয়। পুলিশ বুধবার একথা জানিয়েছে। অঞ্চলটিতে গত ১৫ বছর ধরে রক্তক্ষয়ী বিদ্রোহী তৎপরতা চলছে। ২০০৪ সাল থেকে জাতিগত মালয় মুসলিম বিদ্রোহী ও বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ থাই রাষ্ট্রটির সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে প্রায় ৭ হাজার লোক প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই বেসামরিক লোক। প্রায় একশ বছর আগে অঞ্চলটি থাইল্যান্ডের সাথে যুক্ত হয়। লেফটেন্যান্ট সারাইউথ কোতচাওং বলেন, মঙ্গলবার মালয়েশিয়া সীমান্তবর্তী নারাথিওয়াত প্রদেশের একটি চায়ের দোকানে প্রায় আটজন সন্দেহভাজন জঙ্গি ওই পুলিশ সদস্যদের অপহরণ করে। সারাইয়ুথ বলেন, ‘অপহরণকারীরা দুই পুলিশ সদস্যকে অপহরণ করেছে। তারা তাদের বন্দুক ছিনিয়ে নেয় ও জোর করে একটি ট্রাকে তুলে নিয়ে যায়।’ এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।