Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আন্ত:বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইবি

ট্রফি ভাষা শহীদদের প্রতি উৎসর্গ

ইবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:৪৯ পিএম

আন্ত:বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ট্রফি ভাষা শহীদদের প্রতি উৎসর্গ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। বুধবার বেলা ১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল মাঠে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘোষণা দেন ইবি’র ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মাবিলা রহমানের উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। এছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মাহবুবুর রহমান, সহকারী প্রক্টর শাহেদ আহমদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষক-কর্মকর্তারা। পরে খেলায় চ্যাম্পিয়ন, রানার আপ এবং তৃতীয় স্থান অধিকারী দলের হাতে অতিথিরা ট্রফি তুলে দেন। এসময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছেলেদের চ্যাম্পিয়ন ট্রফি ও মেয়েদের রানার আপ ট্রফি ভাষা শহীদদের প্রতি উৎসর্গ করেন ড. সেলিম তোহা। এর আগে সকাল ১১ টায় স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়কে ৩৯-১৯ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইসলামী বিশ্ববিদ্যালয়। এদিকে দিনের অন্য খেলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৩০-২২ গোলে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, আগামী ১মার্চ বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে আন্তঃ বিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হবে। এতে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়সহ ৭টি দল অংশগ্রহণ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্ত:বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ