Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় চলচ্চিত্র বয়কট করলেন ইমরান খান!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:০১ পিএম | আপডেট : ৯:২৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯

কোনো কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হলে শুরুতেই তার প্রভাব পড়ে বলিউডের ওপর। এবারও তার ব্যত্যয় ঘটেনি। জঙ্গিঘাঁটি ধ্বংসের নামে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক ভূখন্ড বিমান হামলা চালানোর ঘটনায় ভারতীয় চলচ্চিত্র ও বিজ্ঞাপনের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছেন পাকিস্তান সরকার প্রধান ইমরান খান
ফলে আপাতত ভারতীয় চলচ্চিত্র প্রযোজকরা পাকিস্তানে তাদের চলচ্চিত্র প্রদর্শন করতে পারবেন না। মঙ্গলবার পাকিস্তানের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ হুসেন বলেন, পাক ডিস্ট্রিবিউটররা ভারতীয় চলচ্চিত্রকে বয়কট করবেন। এ ছাড়া ভারতে তৈরি বিজ্ঞাপনের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফ জওয়ানদের গাড়িতে আত্মঘাতী জঙ্গি হামলায় প্রায় অর্ধশত সেনা প্রাণ হারান। ওই হামলার দায় স্বীকার করে নেয় পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহম্মদ। এ ঘটনার পরই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিমান হামলা করে ভারতীয় বাহিনী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ