Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে বিএনপির জনপ্রিয় নেতারা উপজেলা নির্বাচনে নেই

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ২:১৩ পিএম | আপডেট : ৯:৫১ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯

বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে কক্সবাজারের বর্তমান তিন উপজেলা চেয়ারম্যান আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছেন না। অথচ উখিয়া- পেকুয়া ও কুতুবদিয়ায় এই উপজেলা চেয়ারম্যানরা ছিলেন অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী। অনেকে উপজেলায় একাধিকবার চেয়ারম্যান ছিলেন। তার পরেও এবারের দলীয় সিদ্ধান্ত মেনে তারা কেউই উপজেলা নির্বাচনে প্রার্থী হননি।

তারা হলেন উখিয়া উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু ও জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী ।
জনপ্রিয় এই নেতারা আগামী উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করায় নেতাকর্মীরা একদিকে যেমন হতাশ, অন্যদিকে দলীয় সিদ্ধান্ত মেনে এসব জনপ্রিয় নেতারা নির্বাচন থেকে বিরত থাকায় বিএনপির নেতাকর্মীদের মাঝে এক ধরনের ঐক্য পরিলক্ষিত হচ্ছে বলে মনে করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ