মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকুন। ভারতের দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকের পর দেশের বাহিনী ও জনগণকে এই বার্তাই দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর হামলার পর জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে বসেন ইমরান। তিন বাহিনীর প্রধানই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়, ‘ফোরামে স্থির হয়েছে যে, ভারত অনভিপ্রেত আগ্রাসন চালিয়েছে। পাকিস্তান ঠিক সময়ে ও ঠিক জায়গায় জবাব দেবে।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো বলেছেন, ‘দেশের শক্তি সশস্ত্র বাহিনী ও পাকিস্তানের মানুষকে সবরকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।’ যেখানে ভারতের যুদ্ধবিমান আগ্রাসন চালিয়েছে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সেখানে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। উদ্ভূত পরিস্থিতিতে সংসদের যৌথ অধিবেশন ডেকেছে পাকিস্তান।
চ্যালেঞ্জ জানানো উচিত হয়নি ভারতের : কোরেশি
পাকিস্তানকে চ্যালেঞ্জ জানানোর সাহস দেখানো উচিত হয়নি ভারতের। এই ঘটনার জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের আছে। পাকিস্তান জবাব দেবে। গতকাল মঙ্গলবার ভোর রাতে আজাদ কাশ্মীরে ভারতীয় বিমানবাহিনীর আগাসনের পর সাংবাদিকদের এ কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। সাংবাদিকদের সামনে আসার আগে এদিন ইসলামাবাদে তার দফতরের শীর্ষ কর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন কুরেশি। সেই বৈঠকে কী কী আলোচনা হল, প্রধানমন্ত্রী ইমরান খানকে সেসব জানাবেন শাহ মাহমুদ কোরেশি। পাকিস্তানের এখন কী করণীয়, ভারতকে কীভাবে জবাব দেওয়া হবে তা ওই বৈঠকেই চ‚ড়ান্ত হবে বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। ইসলামাবাদে এদিন কুরেশি বলেন, ‘ভারত যা করেছে, তা আন্তর্জাতিক নিয়ন্ত্রণরেখার লঙ্ঘন। এতে পাকিস্তানের নিরাপত্তা বিপদাপন্ন। আত্মরক্ষার অধিকার পাকিস্তানের রয়েছে। এই ঘটনার জবাব দেওয়ার সব রকমের অধিকার রয়েছে পাকিস্তানের। পাকিস্তান সেই জবাব দেবে।’ সূত্র : দ্য ডন ও ট্রিবিউন এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।