বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ তৃতীয় বারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনীত হয়েছেন। নারায়ণগঞ্জ জেলায় যোগদানের পর তিনি টানা তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার হবার গৌরব অর্জন করলেন। গতকাল (মঙ্গলবার) ঢাকা রেঞ্জ অফিসে ডিআইজি চৌধুরী আব্দুলাহ আল-মামুন (বিপিএম) এর সভাপতিত্বে ঢাকা রেঞ্জের ক্রাইম কনফারেন্স সভায় তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, শিল্প এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষাসহ নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষ জনক হওয়ায় সর্বসম্মতিক্রমে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মনোনীত করা হয়।
পুলিশ সুপার হিসেবে নারায়ণগঞ্জে যোগদানের পর ভ‚মিদস্যু, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতার করে আলোচনায় আসেন তিনি। নারায়ণগঞ্জবাসীর দুর্ভোগ লাঘবের জন্য শহরের ফুটপাত হকারমুক্ত ও সড়ক যানজটমুক্ত করেন। হারুন অর রশিদ তিনবার বিপিএম ও দুইবার পিপিএম পদকে ভ‚ষিত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।