Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরের এসপি হারুন অর রশীদ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সেক্রেটারী নির্বাচিত

প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর থেকে সংবাদদাতা : গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম, পিপিএম (বার), বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। তিনি এ বছর পুলিশ সপ্তাহে ভাল কাজের স্বীকৃতিস্বরূপ বিপিএম পদকে ভূষিত হন। এর পূর্বে তিনি দু’বার পিপিএম পদক লাভ করেন।
তিনি ছাত্রজীবনে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় সর্বসময় প্রথম স্থান অধিকার করেন। মোহাম¥দ হারুন অর রশীদ ঢাকা বিশ^বিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করে ২০তম বিসিএস-এর মাধ্যমে ২০০১ সালে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৪ সালের ২৪ আগস্ট তিনি গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজীপুরের এসপি হারুন অর রশীদ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সেক্রেটারী নির্বাচিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ