Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

৯৩ সালের হাইকোর্টের রায়ে কাদিয়ানীরা কাফের

সরকারকে তা বাস্তবায়ন করতে হবে মিরপুরের ইমাম সম্মেলনে বক্তারা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের ৮ দিন ব্যাপী ঢাকা ইমাম সম্মেলনের অংশ হিসেবে ৬ নং জোনের সম্মেলন গতকাল মিরপুরের জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেফাক সহ-সভাপতি ও আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল আল্লামা নুরুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৯৩ সনে হাইকোর্টের রায় অনুযায়ী বাংলাদেশে কাদিয়ানীরা কাফের সাব্যস্থ হয়েছে। সরকারকে তা অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে কার্যকর করতে হবে।
তিনি আরো বলেন, মুসলিম পরিচয়ে কাদিয়ানীদের বাংলাদেশে বসবাসের সুযোগ নেই। তারা সংখ্যালঘু কাফের হিসাবে বসবাস করতে পারে, এতে কারো আপত্তি থাকবে না। ইমাম সম্মেলনে বক্তারা বলেন কিয়ামতের দিন নবীর সুপারিশ পেতে হলে খতমে নবুওয়ত আন্দোলন করতেই হবে। সভাপতির বক্তব্যে মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া বলেন, শুধু মিটিং মিছিল সভা সমাবেসের নাম আন্দোলন নয়, বরং আন্দোলনের অংশ বিশেষ। বই, প্রচারপত্র, বয়ান ইত্যাদি দ্বারা মানুষের ঘরে ঘরে খতমে নবুওয়তের দাওয়াত পৌছে দেয়া আসল বুনিয়াদি আন্দোলন। এ ব্যাপারে ইমামদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
সম্মেলনে বক্তব্য রাখেন খতমে নবুওয়ত আন্দোলন পরিষদের সেক্রেটারি মাওলানা ক্বারি আব্দুল খালিক আসআদি, যুগ্ন মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রব্বানী, তাহাফফুজে খতমে নবুওয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের সেক্রেটারি মাওলানা লোকমান মাজহারী, কেন্দ্রীয় সদস্য মাওলানা ফজলুল করিম কাসেমি, দারুল উলুম মিরপুর ৬ এর শিক্ষা সচিব মাওলানা নজিরুল ইসলাম, শাহ আলি থানা ইমাম পরিষদের সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ, খতমে নবুওত মিরপুর থানা সেক্রেটারি মাওলানা জাকির হোসেন, পলাশনগর আনোয়ার উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম, জামিয়া দ্বীনিয়া কল্যানপুরের মুহতামিম মাওলানা ঈসা কাসেমী, জামিয়া আশরাফিয়া পল্লবীর মুহতামিম মাওলানা ওহিদুজ্জামান, জামিয়া মিল্লিয়া মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, দারুল হাবিব বাওনিয়াবাদ মাদরাসার মুহতামিম মাওলানা আখতারুজ্জামান, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম, মাওলানা নুর মুহাম্মাদ কাসেমী, মাওলানা রাশেদ বিন নুর প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইমাম

৬ মার্চ, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ