মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের দায়িত্বের সঙ্গে সেনাদের সরিয়ে নেয়া উচিত। এটা করতে হবে যেন বছরের পর বছর যুদ্ধে বিধ্বস্ত দেশটি ঘুরে দাঁড়াতে পারে। রাশিয়ার প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জামির কাবুলভ এ কথা বলেন। রাশিয়া ২৪ টিভির সঙ্গে এক সাক্ষাতকারে কাবুলভ বলেন, কেউ কেউ বলছে যে মার্কিনীরা চলে গেলে শূন্যতা তৈরি হবে। সেখানে ১৪,০০০ আমেরিকান ও ২,০০০ ন্যাটো সেনা রয়েছে। এরা রয়েছে সেনাঘাঁটিতে। এদেরকে সরিয়ে নেয়া হলে শুধু সেনাঘাঁটিতে শূন্যতা তৈরি হবে। কিন্তু আফগানিস্তানে কোন শূন্যতা তৈরি হবে না। তাই স্পষ্টত এটাই চলে যাওয়ার উপযুক্ত সময়। তবে এটা করতে হবে দায়িত্বের সঙ্গে। যুদ্ধপরবর্তী অফগানিস্তানকে সাহায্য করতে হবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের। তিনি আরো বলেন যে অনেক আফগান রাজনীতিক, যাদের অনেকেই বিরোধী দলগুলোর নেতৃত্বে রয়েছেন, তারা বলছেন যে আমেরিকানদের চলে যাওয়ার এখনই সময়। গত জানুয়ারি শেষ দিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার দেশ থেকে সকল বিদেশী সৈন্য সরানোর চেষ্টা করবেন। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।