বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজির নতুন পাড়ার একটি লিচু বাগান থেকে আবুল কালাম (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নাজির নতুন পাড়ার মোকাম আলীর বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। আবুল কালাম ওই গ্রামের মৃত কালু বিশ্বাসের ছেলে।
পরিবারের বরাত দিয়ে গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, গতকাল সোমবার দিনগত রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি আবুল কালাম। অনেক খোঁজাখুঁজির পর সকালে প্রতিবেশী মোকাম আলীর লিচু বাগানে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এসময় ঘটনাস্থলে একটি ছুরি পাওয়া যায়।
তিনি আরো জানান, নিহতের বুকে ছুরিকাঘাতের দুইটি চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাত করে হত্যা করে লিচু গাছে লাশটি ঝুলিয়ে রেখে গেছে কেউ। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।