Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

লা রাম্বলায় শিরোপা উৎসব

প্রকাশের সময় : ১৬ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বার্সা থেকে গ্রানাডার দূরত্বটা ৮০০ কিলোমিটারের। গ্রানাডার মাঠে খেলা হওয়ায় শিরোপা জয়ের উল্লাসটা ঘরের সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করতে পরেননি মেসি-নেইমার-সুয়ারেজরা। একদিন বাদে (গতকাল) বার্সেলোনার সেন্ট্রাল রাস্তা লা রাম্বলাতে তাদের নিজস্ব ভঙ্গিমায় উৎসবে মাতার কথা কালালানদের। তবে গ্রানাডার বিপক্ষে শিরোপা নিশ্চিতকরন জয়ের পর মাঠে এবং ডেসিংরুমে তো বটেই ক্লাব কর্তাদের সাথে ঘোরায়া পার্টিতেও যোগ দেন আন্দ্রেস ইনিয়েস্তারা। এর আগে সংবাদমাধ্যমে আলাদাভাবে উচ্ছাস প্রকাশ করেছেন দলের অনেকেই। সবার আগে ভক্তদের সাথে আনন্দ ভাগাভাগিতে যোগ দেন কোচ লুইস এনরিকে, ‘শিরোপাটা প্রাপ্যই ছিল, এটা প্রমান করেছে- দল জানে বাজে সময় থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়।’ তবে সেটা যে সহজ ছিল না সেটা স্বরন করেই স্প্যানিশ বলেন, ‘এটা এমন একটা প্রতিযোগিতা যেখানে একটা দলকে যোগ্যতার কঠিন পরীক্ষা দিতে হয়। শিরোপাটা জেতা তাই খুবই কঠিন।’ একই সাথে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ৪৬ বছর বয়সী বলেন, ‘আমি আমাদের সমর্থকদের ধন্যবাদ দিতে চাই, সেটা এই কারনে যে ন্যু ক্যাম্পে গড় দর্শকের উপস্থিতি বাড়ছে যা আমাদের চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে।’
অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার উচ্ছাসটা একটু অন্যরকম। গত আট বছরে ৬ বার শিরোপা দখলে নিয়েছে তাঁর দল। উচ্ছাসটা তাই একটু ভিন্ন হওয়ারই কথাÑ‘লা লিগা শিরোপাটা অসাধারণ। আমরাই একমাত্র দল যারা বছরের পর বছর এটা জিতছি। এটা এমন এক শিরোপা যা উপযুক্ত দলের হাতেই ওঠে। এবং এবছরও এটা আমাদের।’ দলের আরেক তারকা জেরার্ড পিকে বলেনÑ ‘শিরোপা ধরে রাখতে পেরে আমরা খুশি। ক্লাবের জন্যে এটা একটা ঐতিহাসিক সময়।’ তবে উচ্ছাসে ডুবে যে দল তাদের পরবর্তি লক্ষ্যটা ভুলে যায়নি তা প্রকাশ পেল সার্জিও রবার্তোর কন্ঠেÑ ‘এটা আনন্দের সময় কিন্তু পরের সপ্তায় আমাদের আরো একটি ফাইনাল আছে এবং আমরা আশা করছি কাপটা (কোপা দেল রে) জিতে আমরা ডাবল জয় নিশ্চিত করতে চাই।’ একই সুর দলের গোলরক্ষক মার্ক আন্ড্রে টার স্টেগেনের কন্ঠেও। নিয়মিত গোলরক্ষক ক্লাদিওর ব্রাভোর চোটের কারনে মৌসুমের শেষ দিকে এসে কাতালানদের গোলবার সামলাচ্ছেন স্টেগেন। আগামী ২২ মে ফাইনালের কথা উল্লেখ করে তিনি বলেনÑ ‘আমরা সেভিয়ার বিপক্ষে কাপ জিততে চাই। এটা আমাদের জন্য ভালো একটা অর্জন হবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লা রাম্বলায় শিরোপা উৎসব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ