নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আন্ত:জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ এবছরই আয়োজন করা হবে। তথ্যটি জানান বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) মহাসচিব তরফদার মো: রুহুল আমিন। গতকাল ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দেশের ফুটবলকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বিডিডিএফএ’র উদ্যোগে ইতোমধ্যে ৪৩টি জেলায় লিগ শেষ হয়েছে। তৃণমূল পর্যায় থেকে ফুটবলার তুলে আনাই আমাদের প্রধান লক্ষ্য। ২০১৮ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নিয়মিত লিগ ও টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হয়নি। ফলে জেলা লিগ চ্যাম্পিয়ন দলগুলোর জাতীয় পর্যায়ে খেলার কোন সুযোগ নেই। তাই বিডিডিএফএ আন্ত:জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ চালু করার উদ্যোগ নিয়েছে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিডিডিএফএ’র সিনিয়র সহ-সভাপতি সিরাজউদ্দিন মো: আলমগীর, নির্বাহী কমিটির অন্যতম সদস্য আশিকুর রহমান মিকুসহ অন্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল শেখ কামাল অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ট্রেনিং ক্যাম্প। ২৭ ফেব্রুয়ারি থেকে একই সঙ্গে দেশের আট বিভাগে শুরু হবে এই প্রশিক্ষণ ক্যাম্প। এপ্রিলের প্রথম সপ্তাহে শেখ কামাল অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে বিডিডিএফএ’র। টুর্নামেন্ট প্রসঙ্গে তরফদার রুহুল আমিন বলেন, ‘শেখ কামাল অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ হবে বর্ণাঢ্য ও বর্ণিল আকারে। টেলিভিশনে সরাসরি সম্প্রচার, ফেসবুকে লাইভ স্ট্রিমিং-সব কিছুই থাকবে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়সহ মোট ৫০ জনকে দেশ-বিদেশে হাই পারফরম্যান্স ট্রেনিং দেয়া হবে। অন্যান্য খেলোয়াড়দেরকেও যথাক্রমে প্রশিক্ষণের আওতায় আনা হবে।’ সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাছাই প্রক্রিয়ার কোচিং প্যানেলের অন্যতম সদস্য সাবেক জাতীয় ফুটবলার ও কোচ হাসানুজ্জামান খান বাবলু, শেখ মোহম্মদ আসলাম ও ইমতিয়াজ সুলতান জনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।