Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শিশুকে বাচাতে মায়ের নদীতে ঝাঁপ এবং ৯৯৯ এ ফোন

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:২৬ পিএম

সোমবার দুপুর ১.৩০ ঘটিকায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্য ছেড়ে আসা এমভি হাসান ইমাম-২ লঞ্চটি আনুমানিক ৩.০০ঘটিকায় মেঘনা নদীতে আসলে চলন্ত অবস্থায় লঞ্চ থেকে একটি শিশু নদীতে পড়ে যায়। শিশুটিকে বাঁচাতে তার মা পানিতে ঝাঁপিয়ে পড়ে। লঞ্চের একজন যাত্রী ৯৯৯ এ ফোন করে ঘটনাটি জানালে অভিযান পরিচালনা শুরু হয়। তবে তথ্যদাতা ঘটনাস্থল সমন্ধে কোন ধারণা দিতে পারেননি।
এখন পর্যন্ত দুজনই নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের উদ্ধারকারী দল নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। সংবাদ পেয়ে উদ্ধার কাজ পরিদর্শন করেন মতলব উত্তর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন আক্তার। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মতলব উত্তর উপজেলায় উদ্ধার অভিযান চলমান। পাশ্ববর্তী মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার সাথেও এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেঘনা নদী

২৪ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ