রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাপ্তাই রাইখালী রিফিউজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন উদ্বোধন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গত রোববার বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অজয় কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দ্বীতল স্কুল ভবন উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দীপংকর তালুকদার এমপি। উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. নাছির উদ্দিন।
আরো বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল হক, জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মারমা, উপজেলা আ.লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি দে, আ.লীগ রাইখালী ইউনিয়ন সভাপতি মংখ্যই মারমা, উথোয়াইচিং হেডম্যান বাবলুসহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ.লীগ শ্রম সম্পাদক মো. হানিফ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ায়রম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, রাইখালী আ.লীগ সম্পাদক ইউসুফ তালুকার, চন্দ্রঘোনা আ.লীগ সম্পাদক কামরুল ইসাম, উপজেলা যুবলীগ সভাপতি মো. নাছির উদ্দিন, ছাত্রলীগ সভাপতি এম. নুর উদ্দিন সুমন, সম্পাদক এ আর লিমনসহ প্রমুখ।
প্রধান অতিথি দীপংকর তালুকদার বলেন, এ সরকার কথায় নয় কাজ ও উন্নয়নে বিশ্বাসী, বর্তমান সরকার তিন পার্বত্যাঞ্চলে দূর্গম পাহাড়ি প্রতিটি জায়গায় উন্নয়ন করেছে। তিনি বিদ্যালয়ের শিক্ষক সংকটসহ বিভিন্ন সমম্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।