প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মামলা হয়েছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে। ঘটনা কী? কি করণে এমন ঘটনার জন্ম হলো? এমন প্রশ্নতো করাই যায়। এবার জানা যাক আসল ঘটনা। মামলাটি করেছেন একজন অনুষ্ঠানের আয়োজক। তার অভিযোগ গেল বছর ২৪ নভেম্বর ইন্ডিয়ান ফ্যাশন অ্যান্ড বিউটি অ্যাওয়ার্ড এর অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য প্রতিষ্ঠানটি থেকে এই সুন্দরী মোটা অঙ্কের টাকা হাতি নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত হননি।
তার এমন আচরণে ফেসে গিয়েছিলেন অনুষ্ঠানটির আয়োজক। সময় মতো অনুষ্ঠানটি না করায় গ্রেপ্তার হতে হয়েছিলো আয়োজককে। কিন্তু সে যাত্রায় তিনি প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে রেহায় পায়। তবে থানা থেকে ছাড়া পেলেও লোকসান গুনতে হয়েছে প্রায় অর্ধকোটি টাকা। যে কারণে সময় সুযোগ পেয়ে প্রতিষ্ঠানটির আয়োজক প্রমোদ শর্মা মামলা ঠুকে দিয়েছেন নায়িকার নামে।
মুরাদাবাদের উপপুলিশ কমিশনার গিরিরাজ সিং গণমাধ্যমকে জানিয়েছেন, প্রতিষ্ঠানটির মালিক প্রমোদ শর্মা প্রতারণার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে এফআইএর করেছেন। এর মধ্যে অভিনেত্রী সোনাক্ষী সিনহাও রয়েছেন।
মোরাদাবাদের সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট রবীন্দ্র গৌড় জানান, ‘ঘটনার তদন্তকারী পুলিশ আধিকারিক অভিনেত্রী সহ চার জনের কাছে নোটিশ পাঠিয়েছিলেন। কিন্তু তাদের তরফে কোনও প্রতিক্রিয়া না পেয়ে শুক্রবার এফআইআর দায়ের করা হয়েছে।’
ওই আধিকারিক জানিয়েছেন ঘটনার সঙ্গে জড়িত বাকি তিনজন হলেন মুম্বাই নিবাসী অভিষেক, মালবিকা ধুমিল এবং এডগার। এই চার জনের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা ও ৪০৬ ধারায় বিশ্বাস ভঙ্গের অভিযোগ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এদিকে সোনাক্ষী সিনহা বা তার কোনো মুখপাত্রের কাছ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।