মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বুরকিনা ফাসোতে জিহাদি হামলার আশঙ্কায় দেড় লাখেরও বেশি শিশু স্কুলে যাচ্ছে না। পশ্চিম আফ্রিকার দেশটিতে অবনতিশীল পরিস্থিতির বিষয়ে সতর্ক করে শিক্ষামন্ত্রী স্টেনিসলাস অউয়ারো একথা জানান। ওউয়ারো স¤প্রতি বলেন, ইসলামী চরমপন্থীদের হামলা ও হামলার হুমকির কারণে এক হাজার একশ’র বেশি স্কুল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তিনি আরো বলেন, ‘চলতি বছর নিরাপত্তা পরিস্থিতির আরো অবনতি হচ্ছে।’ মন্ত্রী বলেন, ‘কিছু কিছু স্কুল কয়েক সপ্তাহ, কোন কোনটি কয়েকমাস ও অন্যান্যগুলো শিক্ষাবর্ষের শুরু থেকেই বন্ধ আছে।’ দেশটিতে ২০১৮ সালে চলতি শিক্ষাবর্ষ শুরু হয়েছে। তবে প্রায় পাঁচ হাজার শিক্ষক স্কুলে যেতে পারেননি। গোলযোগপূর্ণ সাহেল অঞ্চলের বুরকিনা ফাসোর অংশে চার বছর ধরে জিহাদিরা হামলা চালাচ্ছে। এতে ৩ শতাধিক লোক প্রাণ হারিয়েছে। মন্ত্রী বলেন, ১ হাজার ১৩৫টি স্কুল বন্ধ রয়েছে। এক লাখ ৫৪ হাজার ৩৩ জন শিক্ষার্থী তাদের ক্লাশে যেতে পারছে না। ওউয়ারো রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘শিক্ষার্থীদের ৪৬ শতাংশ মেয়ে।’ এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।