Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দেড় লাখ শিশুর স্কুলে যাওয়া বন্ধ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

বুরকিনা ফাসোতে জিহাদি হামলার আশঙ্কায় দেড় লাখেরও বেশি শিশু স্কুলে যাচ্ছে না। পশ্চিম আফ্রিকার দেশটিতে অবনতিশীল পরিস্থিতির বিষয়ে সতর্ক করে শিক্ষামন্ত্রী স্টেনিসলাস অউয়ারো একথা জানান। ওউয়ারো স¤প্রতি বলেন, ইসলামী চরমপন্থীদের হামলা ও হামলার হুমকির কারণে এক হাজার একশ’র বেশি স্কুল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তিনি আরো বলেন, ‘চলতি বছর নিরাপত্তা পরিস্থিতির আরো অবনতি হচ্ছে।’ মন্ত্রী বলেন, ‘কিছু কিছু স্কুল কয়েক সপ্তাহ, কোন কোনটি কয়েকমাস ও অন্যান্যগুলো শিক্ষাবর্ষের শুরু থেকেই বন্ধ আছে।’ দেশটিতে ২০১৮ সালে চলতি শিক্ষাবর্ষ শুরু হয়েছে। তবে প্রায় পাঁচ হাজার শিক্ষক স্কুলে যেতে পারেননি। গোলযোগপূর্ণ সাহেল অঞ্চলের বুরকিনা ফাসোর অংশে চার বছর ধরে জিহাদিরা হামলা চালাচ্ছে। এতে ৩ শতাধিক লোক প্রাণ হারিয়েছে। মন্ত্রী বলেন, ১ হাজার ১৩৫টি স্কুল বন্ধ রয়েছে। এক লাখ ৫৪ হাজার ৩৩ জন শিক্ষার্থী তাদের ক্লাশে যেতে পারছে না। ওউয়ারো রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘শিক্ষার্থীদের ৪৬ শতাংশ মেয়ে।’ এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুর স্কুলে যাওয়া বন্ধ

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ