মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিস্তিনের পশ্চিম তীরের অন্ততপক্ষে ১২টি গ্রামের খাবার পানির লাইন বন্ধ করে দিয়েছে দখলদার ইসরাইলি কর্তৃপক্ষ। এতে খলিল পর্বতের দক্ষিণ পাদদেশের এই গ্রামগুলোর প্রায় দুই হাজার ফিলিস্তিনি নাগরিক চরম পানি-সংকটে পড়েছেন। ফিলিস্তিনের প্রভাবশালী গণমাধ্যম দুনিয়া আল-ওতানের খবরে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইল গ্রামগুলোর অধিবাসীদের অগ্নিসংযোগকারী দাবি করে এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ইসরাইলি নগর প্রশাসন। প্রসঙ্গত ইসরাইল কর্তৃক এ অঞ্চলের ফিলিস্তিনি মুসলিমদের ওপর ধারাবাহিক এই নির্যাতনে মূল লক্ষ্য হলো তারা যেন বাধ্য হয়ে নিজেদের বাপদাদাদের ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়। তাই ঠুনকো অজুহাতে বিভিন্ন আইন জারি করে ইসরাইল। এর আগে শুক্রবার ১৬ বছর পর ইসরাইলি নিষেধাজ্ঞা ভেঙে পবিত্র আল আকসা মসজিদের বাব আল-রহমায় নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ২০০৩ সালের পর এই প্রথম ইসরাইলি নিষেধাজ্ঞা ভেঙে তারা আল আকসার এই অংশে প্রবেশ করেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।