Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিছু হটল ত্রাণবাহী মার্কিন জাহাজ

উত্তাল ভেনেজুয়েলা সীমান্তজুড়ে ছড়িয়ে পড়ছে সংঘাত, হতাহত শতাধিক

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

ভেনেজুয়েলার নৌবাহিনীর হুমকির পর পিছু হটতে বাধ্য হয়েছে ত্রাণবাহী এক জাহাজ। ওয়াশিংটনের অনুগত পুয়ের্তো রিকো সরকারের তত্তাবধানে ওই জাহাজের ভেনেজুয়েলায় পৌঁছানোর কথা ছিল। দ্বীপরাষ্ট্রটির গভর্নর রিকার্ডো রসেলো এক বিবৃতিতে স্বীকারোক্তি দিয়েছেন, হুমকি পেয়ে নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে জাহাজটিকে সরিয়ে নিয়েছেন তারা। শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে ভেনেজুয়েলার হুমকিকে অগ্রহণযোগ্য ও লজ্জাজনক আখ্যা দিয়েছেন তিনি। অবশ্য এই বিবৃতির আগেই ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট জুয়ান গুয়াইদো হুমকির ঘটনা সম্পর্কে নিশ্চিত করেন। ভেনেজুয়েলার নৌবাহিনীর এই জাহাজ থেকে হুমকি পাওয়ার দাবি করেছেন ত্রাণবাহি জাহাজে থাকা এক মার্কিন সাংবাদিক। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র সমর্থিত স্বঘোষিত প্রেসিডেন্টের সমর্থনে দেশে ত্রাণ প্রবেশ নিয়ে উত্তাল হয়ে উঠেছে ভেনেজুয়েলার সীমান্ত। ত্রাণবাহী ট্রাক ভেনেজুয়েলায় ঢুকতে দেওয়ার দাবিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়েছে সরকারবিরোধীরা। তারা সীমান্ত এলাকার রাস্তায় রাস্তায় ব্যারিকেড বসিয়েছে। মোড়ে মোড়ে টায়ার জ্বালিয়ে নিজেদের অবস্থানের জানান দিচ্ছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে সরকারি বাহিনী। নিরাপত্তা বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করে তারাও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে। আগের দিন শুক্রবারও ত্রাণ প্রবেশ নিয়ে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দিনে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক মানুষ। কলম্বিয়া সরকারের দাবি অনুযায়ী, শুধু ভেনেজুয়েলা-কলম্বিয়া সীমান্তেই ত্রাণ প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনায় আহত হয়েছে ২৮৫ জন। প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। অনেকে তাদের চোখ হারিয়েছেন। আন্দোলনকারীদের ওপর সরকারি বাহিনীর আগ্নেয়াস্ত্র ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন, যা আন্তর্জাতিক আইনে বিচারযোগ্য। গত দুই দিনে নিহতদের মধ্যে পেমন আদিবাসী গোষ্ঠীর দুই সদস্য রয়েছেন। সরকারি বাহিনী গুলি চালিয়ে তাদের হত্যা করে। এই আদিবাসীরা ত্রাণ সরবরাহ নির্বিঘ্ন করতে সীমান্ত খোলা রাখার পক্ষপাতী। কামারাকাকপে শহরের প্রান্তে অবস্থিত ব্রাজিল সীমান্তে ভেনেজুয়েলার সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ড ট্যাংক নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ত্রাণ সরবরাহ বাধাগ্রস্ত করতে। আদিবাসী গোষ্ঠীর সদস্যরা সেনা বহরটিকে অগ্রসর হতে বাধা দিলে সংঘর্ষের সূচনা হয়। শনিবার অন্য দুইজন নিহত হয়েছেন ব্রাজিল সীমান্তে ছড়িয়ে পড়া সংঘাতের সময়। ২০০ টন ত্রাণ নিয়ে জাহাজটি ভেনেজুয়েলার উত্তর উপকূলের বন্দর পুয়ের্তো ক্যাবেলোর দিকে এগুচ্ছিলো। পুয়ের্তো রিকো সরকারের এক মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছেন, ভেনেজুয়েলার নৌসীমানায় প্রবেশের পর জাহাজটিতে গুলি চালানোর হুমকি দেওয়া হয়। ওই মুখপাত্র জানান, জাহাজটি দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নামে নিবন্ধিত। জাহাজটিতে থাকা স্প্যানিশ ভাষার মার্কিন টেলিভিশন চ্যানেল টেলেমুন্ডুর এক সাংবাদিকের পোস্ট করা ছবিতে দেখা গেছে জাহাজে যুক্তরাষ্ট্র, পুয়ের্তো রিকো এবং ভেনেজুয়েলার পতাকা টানানো রয়েছে। পুয়ের্তো রিকোর অভিবাসী অধ্যুষিত মার্কিন অঙ্গরাজ্য ফ্লোরিডার রিপাবলিকান সিনেটনর রিক স্কট বলেছেন, আমেরিকান নাগরিকদের ওপর কোনও হুমকি বরদাস্ত করবে না যুক্তরাষ্ট্র। টুইটারে তিনি লেখেন, ‘গুন্ডাপান্ডা এবং তাদের সহযোগীদের হুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে!’ রয়টার্স, বিবিসি, দ্য গার্ডিয়ান, টেলিগ্রাফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ত্রাণবাহী মার্কিন জাহাজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ