বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চলন্ত ট্রেনে দুর্বৃত্তের পাথর নিক্ষেপে গত শনিবার রাতে হরিয়ান স্টেশন এলাকায় কায়েম উদ্দিন (৫২) নামে এক যাত্রী আহত হয়েছেন। আহত ট্রেনযাত্রী বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে।
রাজশাহী থেকে রাতে যাত্রা শুরু করে ঈশ্বরদীগামী কমিউটার ট্রেন। রাজশাহীর হরিয়ান স্টেশন পার হচ্ছিল। এ সময় চলন্ত ট্রেনে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। এতে কায়েমের মাথায় আঘাত লাগে। ট্রেনটি সারদা স্টেশনে থামলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বাঘা শাখার ফিল্ড অফিসার ও আড়ানী বাসস্ট্যান্ড এলাকার আবু জাহিদ বলেন, কমিউটার ট্রেনের পেছনের বগিতে পাশাপাশি বসে নিজ বাড়িতে যাচ্ছিলাম।
ট্রেন হরিয়ান এলাকা পার হতেই একটি পাথর হঠাৎ কায়েম উদ্দিনের মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হন। কে বা কারা এটা করেছে বুঝতে পারিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।