Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির অফিসের সামনে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে শ্রমিকদল নেতার মৃত্যু

প্রকাশের সময় : ১৬ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে গতকাল রোববার মহানগর ছাত্রদলের সাথে সংঘর্ষে শ্র্রমিক দলের এক নেতা নিহত এবং অপর একজন আহত হয়েছেন। নিহতের নাম বাবুল সর্দার। তিনি মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক।
এছাড়া মহানগর শ্রমিক দলের দফতর সম্পাদক আবু কাউসার ভূঁইয়া (৪৬) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আহত আবু কাউসার জানান, বিএনপি নেতা সাদেক হোসেন খোকা অসুস্থ থাকায় সবাই মিলাদে যাচ্ছিল।
এ সময় ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের সমর্থক, ছাত্রদলের (পূর্ব) যুগ্ম সম্পাদক সোহেল খান ও নিউ মার্কেট থানার ছাত্রনেতা রাশেদ খানসহ ৮ থেকে ১০ জন ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে আহত করে। আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাবুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ৯টার দিকে তিনি মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপির অফিসের সামনে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে শ্রমিকদল নেতার মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ