মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার প্রশাসন দু’পক্ষের সাথে যোগাযোগ রাখছে। তিনি বলেন, ভারত-পাকিস্তান টানাপড়েন নিয়ে তিনি পাকিস্তানের সাথে আলোচনার প্রস্তুতি শুরু করেছেন। শিগগিরই কাশ্মীর উপত্যকায় হিংসার অবসান ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিশ্লেষকরা বলছেন, পুলওয়ামায় হামলার কারণে কাশ্মীর উপত্যকায় সৃষ্টি হওয়া উত্তেজনা প্রশমনে সচেষ্ট হল আমেরিকা। খবর টাইমস অব ইন্ডিয়া, জিও নিউজ ও আনন্দবাজার পত্রিকা।
গত সপ্তাহে কাশ্মীরে হামলা বিষয়ে শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি দু’দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এই হিংসা থামানোর কথা বলেন। ট্রাম্প বলেন, এই মুহ‚র্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে অত্যন্ত খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা চাই এ হিংসা থামুক। প্রচুর মানুষ মারা গেছেন। আমরা শুধু চাই এই হিংসা অবিলম্বে বন্ধ হোক। আমরা এ প্রক্রিয়াটা সঙ্গে ভীষণভাবে জড়িত।
তিনি বলেন, “ভারত খুব কড়া উত্তরের কথা ভাবছে। প্রায় ৫০ জনের প্রাণ যাওয়ার পর এরকম মানসিকতা সৃষ্টি হওয়ার বিষটি আমি বুঝি। আমরা দু’দেশের সঙ্গেই কথা বলছি। প্রচুর মানুষ কথা বলছে। যা ঘটেছে তার জন্য ভারত-পাকিস্তানের মধ্যে প্রচুর সমস্যা তৈরি হয়েছে। খুব ভারসাম্য বজায় রেখে বিষয়টা আলোচনা করতে হবে।’’
ট্রাম্প বলেন, পাকিস্তান আগে আমেরিকার কাছ থেকে অনেক সুবিধা পেয়ে এসেছে। আমেরিকা প্রতি বছর পাকিস্তানকে ১৩০ কোটি ডলার সাহায্য করত। পরিবর্তে পাকিস্তানের কাছ থেকে যথাযথ সাহায্য না মেলায় তিনি এই অর্থ সাহায্য বাতিল করে দিয়েছেন। তবে ট্রাম্প জানান, স¤প্রতি পাকিস্তানের সঙ্গে ফের সম্পর্ক ভাল হচ্ছে। ভারত-পাক টানাপড়েন নিয়ে পাকিস্তানের সঙ্গে তিনি আলোচনার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন বলে জানান ট্রাম্প।
জইশে মোহাম্মদের সদর দফতর দখল
কাশ্মীরের পুলওয়ামা হামলার দায় স্বীকারকারী জঙ্গি সংগঠন জইশে মোহাম্মদের (জেইএম) সদর দফতর নিয়ন্ত্রণে নেয়ার দাবি করছে পাকিস্তান। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতির মাধ্যমে জানায়, পাঞ্জাব প্রাদেশিক সরকার বাহাওয়ালপুরে জেইএম’র সদর দফতর হিসেবে ব্যবহৃত একটি মসজিদ একটি মাদরাসা ভবন দখলে নিয়েছে।
পাকিস্তানের দৈনিক ডনের এক প্রতিবেদনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয়, ‘পাঞ্জাব সরকার বাহাওয়ালপুরে অবস্থিত মাদরাসাতুল সাবির এবং জামে মসজিদ সুবহানাল্লাহ নিজেদের দখলে নিয়েছে।’
ডন আরো বলে, সশস্ত্র জঙ্গি সংগঠন জইশে মোহাম্মদ এ দুটি প্রতিষ্ঠানকে সদর দফতর হিসেবে ব্যবহার করতো। প্রতিষ্ঠান দুটিতে মোট ৭০ জন শিক্ষক ও ৬০০ জনের বেশি শিক্ষার্থী অধ্যয়নরত। দখলের পর ভবন দুটির ভেতরে কাউকে চলাচল করতে দেখেননি স্থানীয় বাসিন্দারা।
যুদ্ধ চাই না
অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর ভারতকে উদ্দেশ করে আরো বলেন বলেন, ‘তারা যুদ্ধ শুরুর চেষ্টা করছে কিন্তু আমরা তা চাচ্ছি না। আমরা শুধু আমাদের দেশকে রক্ষার চেষ্টা করছি যা আমাদের অধিকার।
তিনি আরো বলেন, ‘ভারত হামলা শুরু করলে আমরা বিস্মিত হবো না। কিন্তু পাল্টা জবাব পাওয়ার জন্য তারা প্রস্তুত থাকবে আশাকরি। পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়াতে যাবেন না। সেনারা তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত মাতৃভুমি রক্ষার জন্য লড়াই করবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।