Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার পেসারদের চ্যালেঞ্জ বাতাস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৬ এএম

ওয়ানডে সিরিজ জুড়েই বাংলাদেশকে ভুগিয়েছিল যে ব্যাটিং টেস্ট সিরিজের আগে সেখান থেকেই আলোর রেখা দেখছেন ওপেনার সাদমান ইসলাম। টেস্টের প্রস্তুতিতে অনুশীলন ম্যাচে একদিনেই চারশো রান তুলেছে বাংলাদেশ। রান করেছেন প্রায় সবাই। এরমধ্যে সর্বোচ্চ ৬৭ রান করা সাদমান মনে করছেন তারা সবাই প্যাশন নিয়ে ব্যাট করেছেন, এমন ব্যাটিং করতে চান মূল ম্যাচেও।
ওয়ানডে সিরিজের আগেই নিউজিল্যান্ডে উড়ে গিয়েছিলেন সাদমান ইসলাম, মুমিনুল হকরা। টেস্ট দলের বাকিরাও ওয়ানডে সিরিজের মধ্যেই যোগ দেন দলে। ওয়ানডের মতো প্রস্তুতি ঘাটতি তাদের নেই, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েই নামতে পারছেন টেস্টে। গতকাল ভোর থেকে শুরু হওয়া দুদিনের অনুশীলন ম্যাচে নিউজিল্যান্ড একাদশের হয়ে ৪১১ রান করে বাংলাদেশ। সাদমান ছাড়াও ফিফটি পেয়েছেন লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ। রান পেয়েছেন তামিম ইকবাল, সৌম্য সরকারও।
দলের সবাই রান পাওয়ায় পুরো কন্ডিশন সম্পর্কে একটা বোঝাপড়ার আভাস দিলেন সাদমান, ‘আজকে (গতকাল ভোরে) ব্যাটিংয়ে খুব ভালো আত্মবিশ্বাস এসেছে যে কিভাবে খেলতে হবে এখানে। উইকেট কেমন হবে, ধারণা হয়েছে। আজ দলের সবাই খুব ভালো ব্যাটিং করেছে। ওদের পেস বোলার যাদের খেলেছি, সবাই ভালো বোলিং করে। গতিময় বোলারদের খেলেই আমরা রান করেছি।’
ব্যাট হাতে রান পেয়েছেন সব ব্যাটসম্যানই। স্বেচ্ছায় অবসর নিয়েছেন চারজন। তাতে ইঙ্গিত মিলেছে পাকা প্রস্তুতির। সাদমান এই জায়গা থেকে আশা দেখছেন টেস্টেও, ‘আজকে যেভাবে ব্যাটিং করেছে পুরো দল, মূল ম্যাচেও এভাবে করতে পারলে বড় একটি স্কোর গড়তে পারব। আজ (গতকাল) প্যাশন নিয়ে ব্যাট করেছে সবাই। আশা করি টেস্টেও এভাবে খেলতে পারব সবাই।’
নিউজিল্যান্ডে যাওয়ার পর থেকেই সেখানকার বাতাস ভোগাচ্ছে বাংলাদেশকে। বাতাসের বাও বুঝেই খেলতে হবে ব্যাটসম্যানদের। তার তরিকা অবশ্য কোচের কাছ থেকে আয়ত্ত¡ করেই ভালো করতে প্রস্তুত সাদমান, ‘আমাদের অনুশীলনের সময় অনেক বাতাস ছিল। এখানে সবাই বলেছে যে হ্যামিল্টন-ওয়েলিংটনে টেস্ট খেলতে হলে বাতাসে মানিয়ে নিতেই হবে। ৮ দিন আগে এসেছি আমি, অনুশীলন করেছি। আমাদের ব্যাটিং কোচ বলে দিয়েছেন কীভাবে বাতাসে মানিয়ে নিতে হয়। বলেছেন একটু দেরিতে খেলতে, বল শরীরের কাছে থেকে খেলতে।’
১১৩ বলে ৯ চারে ৬৭ রান করে থামেন সাদমান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকেই আলো ছড়ানো এই ওপেনার নিজের টেকনিকের উপর ভরসা করেই পেতে চান সাফল্য, ‘আমি চেষ্টা করেছি সেভাবেই খেলতে। টেকনিক্যালি যেভাবে বলেছেন, যা দেখিয়ে দিয়েছেন, সেভাবেই করার চেষ্টা করেছি। একদম শেষ পর্যন্ত বল দেখে খেলার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে যে, আগে আসার কারণে মানিয়ে নিতে পেরেছি আমি। চেষ্টা করব মূল ম্যাচেও এভাবে খেলতে।’
নিউজিল্যান্ডের প্রায় সবগুলো মাঠেই এক পাশ থেকে ধেয়ে আসে প্রচÐ বাতাস। বাতাসের অনুকূলে হলে কথা নেই, কিন্তু বাতাসের বিপরীতে হলে বিপদ। জায়গা বল ফেলতে পড়তে হয় বড্ড ফ্যাসাদে। টেস্টে বাংলাদেশ দলের অন্যতম পেসার আবু জায়েদ রাহি মনে করছেন এটার সঙ্গে মানানোই তাদের প্রথম চ্যালেঞ্জ। প্রস্তুতি মাচ দিয়েই নিজেদের হাত পাকাতে চান রাহি, ‘এই জায়গার বাতাস অনেক ভারি। আমরা এটা নিয়েই কাজ করব অনুশীলন ম্যাচটাতে। যাতে পেসাররা জায়গায় বোলিং করতে পারি। আজকে বোলিং করেছি, অনেক কষ্ট হয়েছে। কারণ বাতাসের জন্য বল নড়াচড়া করছে। অনুশীলন ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নেয়ার ক্ষেত্রে।’
সাদা পোশাকে, বিশেষ করে পেস আর স্যুয়িং থাকলে দলের অন্যতম বোলিং ভরসা রাহি। দুদিক থেকেই বল স্যুয়িং করাতে পারেন তিনি। নতুন বল হাতে নিয়েও হয়ত শুরুর ভার তার উপরই পড়বে। সেসব চিন্তা করে নিজেকে প্রস্তুত করছেন তিন টেস্ট খেলা এই পেসার, ‘শুরুর দিকে উইকেট তুলে নেয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ টেস্ট ক্রিকেটে। আমরা পেসাররা চেষ্টা করব যাতে প্রথমেই উইকেট এনে দিতে পারি।’
নিউজিল্যান্ডে গিয়ে স্বাগতিকদের কখনো ওয়ানডেতেই হারাতে পারেনি বাংলাদেশ। কিন্তু এই পেসার মনে করছেন ইতিবাচক থেকেই ২০ উইকেট নেওয়ার জন্য ঝাঁপাবেন তারা, ‘আমাদের প্রধান লক্ষ্য হল ২০ উইকেট। কারণ একটা টেস্ট জিততে হলে ২০ উইকেট নিতেই হবে। আমরা সেই রকমই চেষ্টা করছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেসারদের চ্যালেঞ্জ বাতাস

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ