Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হেটমায়ার ঝড়ের পর কটরেল তাণ্ডব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৬ এএম

দেশের জার্সিতে ফিরেই দুর্দান্ত সেঞ্চুরির পেয়েছিলেন ক্রিস গেইল। প্রথম ওয়ানডেতে ৩৬০ রানের রানপাহাড় গড়ে ওস্টে ইন্ডিজ। তবে জো রুট আর জেসন রয়ের অতিমানবীয় জোড়া শতকে ম্যাচও ছিনতাই করে নেয় ইংল্যান্ড। সেই একই ভেন্যুতে দ্বিতীয়টিতেও হাফ সেঞ্চুরির দেখা পান গেইল। বাকি টপ অর্ডারদের ব্যর্থতায় স্মান হতে বসেছিল এটিও। তবে শেষদিকে শিমরন হেটামায়ারের অপ্রতিরোধ্য সেঞ্চুরিতে ‘লড়াকু’ পুঁজি পায় উইন্ডিজ। সেই নৌকার পালে বল হাতে হাওয়া দেন ৫ উইকেট নেয়া শেলডন কটরেল। আর তাতেই সিরিজে ফেরে ক্যারিবিয়রা।
গতপরশু শেষরাতে ব্রিজটাউনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪৭.৪ ওভারে ২৬৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। ফলে ২৬ রানের জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে ১-১ এ সমতায় ফিরেছে স্বাগতিরা। উদ্বোধনী জুটিতে ৬১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত ২৩ রানে স্বাগতিকদের প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন জন ক্যাম্পবেল। এরপর ব্যক্তিগত ৫০ রানে আদিল রশিদের বলে বোল্ড হয়ে ফেরেন আগের ম্যাচে অসাধারণ এক সেঞ্চুরি পাওয়া গেইল। ৬৩ বলে ১ চার ও ৪ ছক্কায় এ ইনিংস সাজান তিনি। গেইলের পর সাই হোপ সাজঘরে ফেরেন ৩৩ রানে।
এরপর চতুর্থ উইকেট জুটিতে ড্যারেন ব্রাভোকে সঙ্গে নিয়ে ৭৬ রান করেন হেটমায়ার। ব্যক্তিগত ২৫ রানে আদিল রাশিদের বলে ব্রাভো রানআউট হয়ে ফিরলে একাই লড়তে থাকেন হেটমায়ার। শেষদিকে জেসন হোল্ডার ৩, কার্লোস ব্রাফেট ১৩ রানে আউট হয়েছেন। দলের হয়ে ৮৩ বলে ৭ চার ও ৪ ছক্কায় ১০৪ রানের দাপুটে ইনিংস খেলে অপরাজিত ছিলেন হেটমায়ার। তার সঙ্গে ১৩ রানে অপরাজিত ছিলেন অ্যাশলে নার্স।
২৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খায় ইংল্যান্ড। দলীয় ১ রানের মাথায় ওপেনার জেসন রয়কে বোল্ড করে ফেরান কটরেল। দলীয় ১০ রানে যেতেই আরেক ওপেনার জনি বেয়ারস্টোকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন কটরেলই। ইনিংসের শুরুতে এমন ধাক্কা কাটিয়ে শেষপর্যন্ত লক্ষে পৌঁছুতে পারেনি ইংলিশরা। দলটির হয়ে বেন স্টোকস ৮৫ বলে ৭ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলতে সক্ষম হয়েছেন। এছাড়া অধিনায়ক এউইন মরগান ৭০, জো রুট ৩৬ ও জশ বাটলারের ৩৪ রানের ইনিংসে ভর করে ২৬৩ রানে যেতেই অলআউট হয়েছে ইংল্যান্ড।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৬ রানে ৫টি উইকেট নেন শেলডন কটরেল। এছাড়া ৩টি উইকেট নেন অধিনায়ক জেসন হোল্ডার।
ওয়েস্ট ইন্ডিজ : ৫০ ওভারে ২৮৯/৬ (গেইল ৫০, ক্যাম্পবেল ২৩, হোপ ৩৩, ব্রাভো ২৫, হেটমায়ার ১০৪*; উড ১/৩৮, প্লানকেট ১/৩৯, স্টোকস ১/৬২, রশিদ ১/২৮)। ইংল্যান্ড : ৪৭.৪ ওভারে ২৬৩ (রুট ৩৬, মর্গ্যান ৭০, স্টোকস ৭৯, বাটলার ৩৪; কটরেল ৫/৪৬, হোল্ডার ৩/৫৩, টমাস ১/৩২, ব্র্যাথওয়েট ১/৩৭)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ২৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : শিমরন হেটমায়ার।
সিরিজ : ৫ ম্যাচে ১-১- সমতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেটমায়ার ঝড়ের পর কটরেল তাণ্ডব

২৪ ফেব্রুয়ারি, ২০১৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ