গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল। গতকাল রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ব্রিফিংরুমে এই দোয়া মাহফিল হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপি’র বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহিলা দল নেত্রী নেওয়াজ হালিমা আরলী, বিলকিস ইসলাম, রাশেদা বেগম হীরা, রহিমা শিকদার, লায়লা বেগম, ফরিদা ইয়াসমিন, ফারজানা রহমান হুসনা, রাশেদা ওয়াহিদ মুক্তা, রোকেয়া সুলতানা তামান্না, মিলি জাকারিয়া, তাহমিনা শাহীন প্রমুখ।
দোয়া মাহফিলে অসুস্থ নেতৃদ্বয়ের আশু রোগমুক্তি কামনা করে তাদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।