Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদিজী ৩ কেজি গোশতের খোঁজ পেয়ে যান, কিন্তু...

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৭ এএম

দিল্লি কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট হারুন ইউসুফের টুইট ঘিরে শুরু হয়েছে এক নতুন বিতর্ক। পুলওয়ামা হামলা নিয়ে বিজেপি নেতৃত্ব তথা প্রধানমন্ত্রী মোদিকে তোপ দেগে হারুন ইউসুফ এক টুইটে গরুর গোশতের প্রসঙ্গ তুলেছেন। যার জেরে শুরু হয় বিতর্ক। বিজেপিকে নিশানায় রেখে এক রাজনৈতিক টুইটে হারুন ইউসুফ দাবি করেন, ‘নরেন্দ্র মোদীজি ৩ কেজি গরুর গোশতের খোঁজ পেয়ে যান, আর ৩৫০ কেজি আরডিএক্স এর খোঁজ পান না।’ উল্লেখ্য, পুলওয়ামা হামলায় আনুমানিক ৩৫০ কেজি ওজনের আরডিএক্স বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। যার মধ্যে ৮০ কেজির হাইগ্রেড বিস্ফোরক ছিল। সাম্প্রতিক পরিস্থিতিতে উত্তর প্রদেশ সহ দেশের গোবলয়ের একটা বড় অংশ গরুর গোশত তথা গোরক্ষকদের ঘিরে হিংসার ঘটনা প্রকাশ্যে আসে। আর সেই প্রেক্ষাপটকে সঙ্গে নিয়েই এদিন নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন কংগ্রেস নেতা হারুন ইউসুফ। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোদিজী ৩ কেজি গোশতের খোঁজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ