পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় রাসায়নিকের গুদাম থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন সউদী আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
সউদী বাদশাহ ও দুই পবিত্র মসজিদের রক্ষক সালমান প্রেসিডেন্ট আবদুল হামিদের কাছে পাঠানো এক শোক বার্তায় বলেন, আমরা ঢাকার চকবাজারে সংগঠিত ভয়াবহ অগ্নিকান্ডের খবর জানতে পেরেছি, যাতে বহু সংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছেন।
তিনি বলেন, আমি আমার নিজের নামে এবং সউদী সরকার ও জনগণের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
অন্যদিকে, প্রেসিডেন্ট আবদুল হামিদের কাছে যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পাঠানো শোক বার্তায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।