Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্টারনেট ব্যবহার করেন না ৪৫ শতাংশ মার্কিন নাগরিক : জরিপ

প্রকাশের সময় : ১৬ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক মানুষ গোপনীয়তা এবং নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে ইন্টারনেট ব্যবহার থেকে বিরত থাকছেন। তারা ইন্টারনেটে অনেক মৌলিক কাজ করা বন্ধ করে দিয়েছে। ৪১ হাজার বাসা-বাড়িতে চালানো এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেয়া ৪৫ শতাংশ মানুষ বলেছেন, গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে তারা সামাজিক নেটওয়ার্কে পোস্ট দেয়া, ফোরামে মতামত প্রকাশ করা এবং ওয়েবসাইটের মাধ্যমে জিনিস কেনার মতো অনেক মৌলিক কাজই ইন্টারনেটে বন্ধ করে দিয়েছে। মার্কিন সরকারের বাণিজ্য বিভাগের টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন এডমিনিস্ট্রেশন শাখা এ জরিপ চালিয়েছে। জরিপে অংশ নেয়া লোকজনের মধ্যে ২০ শতাংশ বলেছে, এ জরিপ চালানোর আগের বছরই তারা অনলাইনের নিরাপত্তা ফাঁস হওয়া, পাসওয়ার্ড চুরিসহ নানা রকম সমস্যায় পড়েছে। জরিপে অংশ নেয়া প্রতি তিনজনের মধ্যে দুজনই এ ধরনের চুরির ঘটনাকে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে তাদের জন্য সবচেয়ে বড় উদ্বেগ বলে জানিয়েছে। সংকেতের মাধ্যমে ইমেইল পাঠানো বা তথ্য আদান-প্রদানের অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে এ ধরনের সমস্যা এড়ানোর কথা জরিপে অংশ নেয়া ব্যক্তিদের মধ্যে হাতেগোনা কয়েকজন ভাবছে বলেও জানা গেছে। আইআরআইবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্টারনেট ব্যবহার করেন না ৪৫ শতাংশ মার্কিন নাগরিক : জরিপ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ