Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় হাসপাতালে আবারো আইএসের হামলা, নিহত ৫৫

প্রকাশের সময় : ১৬ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার হাসপাতালে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় সরকারি বাহিনীর অন্তত ৩৫ জন সদস্য নিহত হয়েছে। গত শনিবার দেইর আল জৌর শহরে অবস্থিত আল-আসাদ হাসপাতালে এ হামলা চালানো হয়। এ সময় আইএসের ২০ যোদ্ধাও নিহত হয়। সংবাদমাধ্যমগুলো জানায়, শনিবার দেইর আল জৌরের আল-আসাদ হাসপাতালে হামলা চালায় জিহাদিরা। এ সময় তারা হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ কর্মকর্তাদের জিম্মি করে রাখে। এর কয়েক ঘণ্টা পর সরকারি বাহিনী পাল্টা হামলা চালায়। প্রচ- লড়াইয়ে সরকারি বাহিনীর ৩৫ সদস্য নিহত হয়। এ ছাড়া আইএসেরও ২০ যোদ্ধা নিহত হয়। পরে সরকারি বাহিনী হাসপাতালটিকে আইএসের দখলমুক্ত করতে সক্ষম হয়। তবে জিম্মিদের অবস্থা কী সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। দেইর আল জৌরের অর্ধেকেরও বেশি এলাকা আইএসের দখলে রয়েছে। কিন্তু তারা চাচ্ছে পুরো শহরের দখল নিয়ে নিতে। আইএস পরিচালিত সংবাদমাধ্যম আমাক নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার ভোরে দেইর আল জৌরে গুরুত্বপূর্ণ হামলা চালিয়েছে আইএস যোদ্ধারা। এ সময় যোদ্ধারা হাসপাতালে হামলা এবং সিরিয়ার সামরিক ঘাঁটির সঙ্গে শহরের বিমানবন্দরের যাতায়াতের রুট বিচ্ছিন্ন করে দিয়েছে। এ ছাড়া যোদ্ধারা অগ্নিনির্বাপণ অফিস, বিশ্ববিদ্যালয় হল এবং আল তায়াম তেলক্ষেত্রের কাছাকাছি এলাকা দখল করেছে।
এর আগে এ মাসের প্রথমে সিরিয়ার আলেপ্পো শহরে সরকার নিয়ন্ত্রিত এলাকায় একটি হাসপাতালে বিদ্রোহীদের রকেট হামলায় কমপক্ষে তিনজন নিহত ও ১৭ জন আহত হয়। ওই হামলায় তিনজন নিহত হওয়ার মধ্য দিয়ে দুই সপ্তাহের কম সময়ে আলেপ্পোর সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় নিহতের সংখ্যা ২৫০ ছাড়ায়। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যালেন ইখবারিয়ার খবরে বলা হয়েছে, আলেপ্পোর মুফাজা এলাকার পাশে হাসপাতালে রকেট হামলা চালিয়েছে বিদ্রোহীরা। সিরিয়ার সামরিক বাহিনী দাবি করেছে, বিদ্রোহীরা হাসপাতালসহ বেসামরিক এলাকায় ব্যাপক হামলা চালাচ্ছে। এ হামলার জন্য সন্ত্রাসী সংগঠন আল-নুসরা ফ্রন্ট, আহরার আল-শাম, জইশ-আল-ইসলামকে দায়ী করেছে সামরিক বাহিনী। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও হাসপাতালে হামলা ও হাসপাতাল ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়ায় হাসপাতালে আবারো আইএসের হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ