Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাটে-বলে উজ্জ্বল নবি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ৭:৪৭ পিএম

মোহাম্মাদ নবির অলরাউন্ডার নৈপূণ্যে তিন ম্যাচ সিরিচের প্রথম টি-২০তে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে এ নিয়ে টানা অষ্টম জয় পেল আফগানরা।
প্রথমে বল হাতে কিপটে বোলিংয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ দুই উইকেট তুলে নিয়ে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে ১৩২ রানে আটকে দিতে সহায়ক ভূমিকা পালন করেন নবি। পরে মামুলি লক্ষ্য তাড়ায় ৫০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা। এরপর আর কোন অঘটনই ঘটতে দেননি নবি। নাজিবুল্লাহ জদরানকে নিয়ে অবিচ্ছিন্ ৮৬ রানের জুটিতে ৪ বল হাতে রেখেই লক্ষ্য পূরণ করেন তিনি। নাজিবুল্লাহ অপরাজিত ছিলেন ৩৬ বলে ৪০ রান করে। ৪০ বলে ৪৯ রান করেন ম্যচসেরা নবি।
এর আগে দোরাদুনের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে শুরু থেকেই চাপে পড়ে সফরকারী আয়ারল্যান্ড। দুই অফ স্পিনার নবি ও মুজিব উর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্বাদশ ওভারে ৬৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। সেখান থেকে সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৬৭ রানের জুটিতে দলকে লড়াই করার মতো একটা সংগ্রহ এনে দেন জর্জ ডকরেল (২৮ বলে ৩৪) ও স্টুয়ার্ট পয়েন্টার (২৮ বলে ৩১)। নবি ১৬ রানে নেন ২ উইকেট, লেগ স্পিনার রশিদ খান নেন ২১ রানে ২টি।
আজ (শনিবার) একই ভেন্যুতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।
আয়ারল্যান্ড : ২০ ওভারে ১৩২/৬ (স্টার্লিং ২৩, ডকরেল ৩৪*, পয়েন্টার ৩১*; মুজিব ১/২০, ২/১৬, রশিদ ২/২১)। আফগানিস্তান : ১৯.২ ওভারে ১৩৬/৫ (নবি ৪৯*, জাদরান ৪০*; র‌্যানকিন ২/৩৯)। ফল : আফগানিস্তান ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা : মোহাম্মদ নবি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নবি

২২ ফেব্রুয়ারি, ২০১৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ