Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

টেকনাফে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৩৩ এএম

র‍্যাবের নতুন ব্যাটালিয়ন দলের সাথে টেকনাফের দমদমিয়া এলাকায় ডাকাত দলের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলে জানাগেছে।

এতে রোহিঙ্গা ডাকাত এবং নয়াপাড়া আনসার ক্যাম্প লুট ও আনসার কমান্ডার হত্যাকাণ্ডের অন্যতম হোতা নুরুল আলম নিহত হয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে ২ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১৫ (টেকনাফ) এর লে. মির্জা শাহেদ মাহতাব সূত্রে জানাগেছ, শুক্রবার ভোরে তাদের আভিযানিক দলকে লক্ষ্য করে গুলি চালায় একটি ডাকাত দল। আত্মরক্ষার্থে তারাও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট গুলিবিনিময়কালে ডাকাত নুরুল আলম নিহত হয়। এতে র‍্যাব-এর দুজন সদস্য সামান্য আহত হয়েছে বলে দাবি করেন মির্জা শাহেদ মাহতাব।

আহত দুজনকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

র‍্যাব-১৫ এর অধিনায়ক মেজর মেহেদী হাসান শুক্রবার সকাল ৯ টার দিকে খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ