মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণ করার ক্ষেত্রে তাড়াহুড়োর দরকার নেই। আগামী সপ্তাহে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসবেন। তার আগে ট্রাম্প একথা বললেন।ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার পরিকল্পনা হচ্ছে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিষ্ক্রিয় করা কিন্তু কোরীয় নেতা যতক্ষণ পর্যন্ত পরমাণু পরীক্ষা বন্ধ রাখবেন ততক্ষণ পর্যন্ত তিনি কিমের ওপর কোনোকিছু জোর করে চাপিয়ে দেবেন না। ট্রাম্প বলেন, “তারা পরমাণু পরীক্ষা না করলে আমার কোনো ব্যস্ততা নেই। যদি কোনো পরীক্ষা চালায় তাহলে ভিন্ন বিষয়। কিন্তু তারা কোনো পরীক্ষা করছে না। আমি স্বাভাবিকভাবে উত্তর কোরিয়াকে পরমাণু মুক্ত করতে চাই।” চলতি মাসের প্রথম দিকে ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় নিশ্চিত করেছিলেন যে, উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ২৭ ও ২৮ ফেব্রæয়ারি হ্যানয়ে তিনি কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।